Advertisment
Presenting Partner
Desktop GIF

'দাঁত কেলাচ্ছে.. গন্ডারের দল..', বঙ্গভূষণ নিয়ে বিস্ফোরক অনীক দত্ত

রাজ্যের উত্তাল পরিস্থিতিতে বঙ্গসম্মান নিয়ে তুমুল সমালোচনা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bengal SSC Scam, Anik Dutta, Anik Dutta slams Bengal Government, Sreelekha Mitra Slams Bengal Government, Banga Bhushan 2022, Anik slams TMC, Anik Dutta on Banga Bibhushan, অনীক দত্ত, বিস্ফোরক অনীক দত্ত, রাজ্য সরকারকে তোপ অনীক দত্তর, পরিচালক অনীক দত্ত, বঙ্গবিভূষণ ২০২২, রাজ্য সরকারকে তোপ শ্রীলেখার , বিস্ফোরক শ্রীলেখা মিত্র, Indian Express Entertainment News, Bengali News today, পার্থ চট্টোপাধ্যায়, Partha Chatterjee Live updates

বঙ্গবিভূষণ নিয়ে রাজ্য সরকারকে চরম তোপ পরিচালক অনীক দত্তর

SSC দুর্নীতি কাণ্ডে (Bengal SSC Scam) তোলপাড় বাংলা। রাজ্যের শাসকদলের সমালোচনায় ভরে উঠেছে বিরোধী শিবিরের সোশ্যাল ওয়াল। বাংলার শিক্ষাঙ্গনে এমন ভয়ঙ্কর আর্থিক দুর্নীতির প্রতিবাদে পথে নেমেছে বাম, কংগ্রেস, বিজেপিরা। আর এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে ‘বঙ্গ সম্মানের’ (Banga Bhushan 2022) আয়োজন করা হয়েছিল সোমবার। যেখানে বিশিষ্ট সম্মানে সম্মানিত হলেন বিনোদুনিয়ার একাধিক তারকা। ইতিমধ্যেই নেটপাড়ার একাংশ প্রশ্ন ছুঁড়েছেন- “ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা নাকি?” এবার সেই প্রেক্ষিতেই বিস্ফোরক মন্তব্য অনীক দত্তর (Director Anik Dutta)।

Advertisment

উল্লেখ্য, এদিন বঙ্গভূষণে ভূষিত হয়েছেন- সাংসদ-অভিনেতা দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta received Banga Bhushan), সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee), জিৎ গঙ্গোপাধ্যায়, ইন্দ্রাণী হালদার, শ্রীজাত, ইমন চক্রবর্তী, জুন মালিয়া, লীনা গঙ্গোপাধ্যায়রা। অন্যদিকে তৃণমূলের দুই তারকা বিধায়ক ও সাংসদ- সোহম চক্রবর্তী ও নুসরত জাহানকে সম্মানিত করা হয়েছে ‘মহানায়ক’ ও ‘মহানায়িকা’ সম্মানে। যা নিয়ে ইতিমধ্যেই নেটদুনিয়ায় তুমুল সমালোচনা। তেলে-বেগুনে জ্বলে উঠেছিলেন শ্রীলেখা মিত্রও। এবার টলিপাড়ার আরেক বামপন্থী মনোভাবাপন্ন পরিচালক অনীক দত্ত বঙ্গসম্মান (Anik Dutta on Banga Bhushan)-এর প্রতিবাদে সোচ্চার হলেন।

SSC দুর্নীতি কাণ্ডে যখন তোলপাড় গোটা বাংলা, তখন এহেন চরম পরিস্থিতির মধ্যে বঙ্গসম্মান অনুষ্ঠানের আয়োজন করা, উপরন্তু তৃণমূল-ঘনিষ্ঠ তারকাদেরই বেছে বেছে পুরস্কৃত করার বিষয়টি নজর এড়ায়নি বঙ্গবাসীর। সেই প্রসঙ্গ টেনেই 'অপরাজিত' পরিচালকের মন্তব্য, "সেখানে দাঁত কেলিয়ে সব মঞ্চ আলো করে আছে গণ্ডারের দল।"

<আরও পড়ুন: ED-র নজরে জ্যাকলিনও! আচমকাই কালীঘাটে অভিনেত্রী, জল্পনা তুঙ্গে>

<আরও পড়ুন:‘২ বার গিয়েও ATM-এ টাকা পাইনি..!’, অর্পিতার ফ্ল্যাটে নোটের পাহাড় নিয়ে মশকরা কিরণ দত্তর>

উল্লেখ্য, বছর খানেক আগে কলকাতা চলচ্চিত্র উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউটের ছয়লাপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনীক দত্ত। তারপর থেকেই রাজ্যের শাসক দলের সঙ্গে পরিচালকের সম্পর্কে ভাঁটা পড়ে। এদিকে অনীক নিজেও কট্টর বামপন্থী। তাঁর রোজকার পোস্টে চোখ রাখলেই সেটা আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। এবার বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ প্রাপ্ত তারকাদের তো বটেই, পাশাপাশি তৃণমূল সরকারকেও বিঁধলেন অনীক দত্ত। সোমবার রাতেই শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) প্রতিবাদ করে বলেছিলেন, “বঙ্গবিভূষণ নাকি, ছিঃ নির্লজ্জ, বেহায়া..।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Anik Dutta West Bengal Government WB SSC Scam West Bengal News tollywood Entertainment News
Advertisment