টলিউডে চাকরি বিক্রির টাকা? মৌচাকে ঢিল পড়তেই, ভনভনিয়ে বাইরে আসছে একের পর এক মক্ষী! যত দিন যাচ্ছে পর্দা সরিয়ে প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। শিক্ষাদুর্নীতির জাল কি গ্ল্যামার দুনিয়াতে? অর্পিতা মুখোপাধ্যায়, শাহিদ ইমাম থেকে শুরু করে এবার হৈমন্তী গঙ্গোপাধ্যায়.. দুর্নীতির সুতো টানলেই একের পর এক যে নামগুলো বেরচ্ছে, তাঁরা সিনেমাজগতের সঙ্গেও যুক্ত। ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে যে, বাংলার শিক্ষাদুর্নীতির টাকা কি তাহলে গ্ল্যামার দুনিয়াতে যাচ্ছিল?
পার্থ চট্টোপাধ্যায়ের জেরাতেই উঠে এসেছিল অর্পিতার নাম। অন্যদিকে দিন কয়েক আগেই, শাহিদ ইমামের নাম জানা গিয়েছে। পেশায় শিক্ষক হলেও সিনেমাজগতে টাকা ঢালতেন তিনি। এবার কুন্তল ঘোষের মুখে হৈমন্তীর নাম। কে এই রহস্যময়ী নারী?
গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও, বাহ্যিক চাকচিক্যের দরুণ সিনেইন্ডাস্ট্রির অনেকের সঙ্গেই তাঁর চেনাজানা ছিল। বেশকিছু সিনেমা বা মিউজিক ভিডিওতে অভিনয়ও করেন এই হৈমন্তী। টালিগঞ্জের একটি ফ্ল্যাটে থাকতেন। এই ফ্ল্যাটের বাইরের জঞ্জাল থেকেই পাওয়া যায় অতনু বসু পরিচালিত তথা শাশ্বত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত 'অচেনা উত্তম' ছবির স্ক্রিপ্ট। সে তথ্যে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।
চিত্রনাট্যে পরিষ্কার লেখা, সেই সিনেমায় নার্সের চরিত্রে ভাবা হয়েছিল তাঁকে। পরিচালক অতনু এপ্রসঙ্গে জানান, 'অচেনা উত্তম' মুম্বইয়ের প্রোডাকশন হওয়ায় সেখানে কারো টাকা ঢালতে হয়নি। তবে পরিচালকের বাড়িতে যে কাঠের মিস্ত্রি কাজ করতেন, তিনিই অতনুকে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কথা বলেন।
<আরও পড়ুন: চাকরি-বিক্রিতেও গ্ল্যামার-যোগ, দেখুন লাস্যময়ী হৈমন্তীর নানা মুহূর্তের নজরকাড়া ছবি>
'অচেনা উত্তম' পরিচালক বলেন, "নার্সের চরিত্র ছিল। মেয়েটা একদিন কাজ করেছিল। তারপরই অন্য একটা লোক নিয়ে হোটেলে যায়। ওকে অফ করে দিই। দু-আড়াই হাজার টাকা পেমেন্ট দিয়েছিলাম। মেয়েটিকে দিয়ে ডাবিং পর্যন্ত করাইনি।" হৈমন্তীর ফিল্মি কানেকশন অবশ্য এখানেই শেষ নয়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে 'জাল' ছবিতেও অভিনয় করেছেন তিনি। জানা গিয়েছে, এক লোহা ব্যবসায়ীর হাত ধরেই হৈমন্তী অভিনয়ে নামেন।
এর পাশাপাশি বেশ কিছু ছোট ছোট প্রজেক্ট '১০ই ফেব্রুয়ারি', যেখানে সাগ্নিক, সুদীপের মতো একাধিক জনপ্রিয় নাম রয়েছে, সেখানেও অভিনয় করেছেন। তবে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কোনও সিনেমাই তেমন জনপ্রিয় হয়নি। এবার শিক্ষাদুর্নীতি (SSC Scam) মামলায় তাঁর নাম উঠতেই খবরের শিরোনামে টলিপাড়ার এই বেনামি নায়িকা।