Advertisment
Presenting Partner
Desktop GIF

সিনেদুনিয়া থেকে ভোটের ময়দানে, রাজ্যের চতুর্থ দফার ভোটে অগ্নিপরীক্ষা তারকা প্রার্থীদের

রাজ্যের চতুর্থ দফায় ভোটবাক্সে ভাগ্যগণনার লড়াই যশ, পায়েল, শ্রাবন্তী, বাবুল, লাভলি, কাঞ্চনদের।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Assembly Election 2021, TMC, BJP

রাত পোহালেই রাজ্যে চতুর্থ দফা নির্বাচন (West Bengal Assembly Election 2021)। ঘাসফুল, পদ্ম দুই শিবিরের প্রার্থীতালিতেই তারকামুখের ছড়াছড়ি। রাজনীতির ময়দানে নবাগত 'স্টার'দের প্রতিপক্ষরাও হেভিওয়েট। আবার কেউ বা ২ বারের সাংসদ, কেউ বা রাজ্যের মন্ত্রীও। আগামীকাল ৫ জেলায় মোট ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। সেই তালিকাতেই দক্ষিণ ২৪ পরগনায় ১১টি, হাওড়ায় ৯টি এবং হুগলিতে ১০টি কেন্দ্র সহ-কোচবিহার এবং আলিপুরদুয়ারে মোট ১৪টি আসনে নির্বাচন হবে। আর দক্ষিণবঙ্গের সেই আসনগুলিতেই তারায়-তারায় যুদ্ধ হতে চলেছে। কার মুখে থাকবে পরাজয়ের গ্লান, কে-ই বা শেষ হাসি হাসবেন? উত্তর মিলবে ২মের নির্বাচনী মার্কসিটেই। তার আগে একঝলকে দেখে কোন তারকাপ্রার্থী কোন বিধানসভাা কেন্দ্র থেকে লড়ছেন, প্রতিপক্ষই বা কে?

Advertisment

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির বাজি বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। মূল নজর টলিউডে। প্রতিপক্ষও তৃণমূলের হেভিওয়েট মুখ অরূপ বিশ্বাস (Arup Biswas), যিনি রাজ্যের মন্ত্রীও। ওদিকে, সংযুক্ত মোর্চা প্রার্থী হিসেবে সংশ্লিষ্ট কেন্দ্রে প্রতিদ্বন্দিতা করছেন বাম শিবিরের দেবদূত ঘোষ (Devdut Ghosh)। তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যম্ভাবী। তবে রাজনৈতিক মহলের একাংশ সংযুক্ত মোর্চা প্রার্থীকে এক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে দেখতে নারাজ। অতঃপর আসল লড়াই বাবুল বনাম অরূপ বিশ্বাসের।

babul

বেহালা পশ্চিম কেন্দ্রে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে কঠিন লড়াই পদ্ম শিবিরের তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee)। জিততে পারলে পাঁচবার ওই আসন থেকে বিধায়ক হবেন পার্থ। তবে, নবাগতা হলেও একইঞ্চি জমি ছাড়তে নারাজ শ্রাবন্তী। ঘরের ছেলে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় না ভূমিকন্যা অভিনেত্রী শ্রাবন্তী, কার দিকে পাল্লা ভারী করবে আম-জনতা, জানা যাবে ২মে।

srabanti partha

অন্যদিকে, বেহালা পূর্বে বিজেপি বাজি ধরেছে আরেক তারকাকে। তিনি পায়েল সরকার (Paayel Sarkar)। প্রতিপক্ষ শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। সংশ্লিষ্ট কেন্দ্রের সঙ্গে বেজায় সরগর তৃণমূল প্রার্থী রত্না। স্থানীয় বলে তাঁর দিকে পাল্লা একটু হলেও ভারী। সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন শমিতা হর চৌধুরী। বেহালা (Behala) পূর্ব এবার ভোটের ময়দানে তিন নারীশক্তির লড়াইয়ের সাক্ষী থাকবে।

চণ্ডীতলা থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতা করছেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। রাজনীতির ময়দানে পা রেখেই নির্বাচনী টিকিট পেয়েছেন। তবে নবাগত হলেও প্রচারের ময়দানে বেজায় সাবলীল দেখা গিয়েছে যশকে। দুই প্রতিপক্ষও হেভিওয়েট। একদিকে সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন পোড় খাওয়া বাম-নেতা মহম্মদ সেলিম, অন্যদিকে, এলাকার দু বারের বিধায়ক স্বাতী খন্দকর। যশের স্টার-তকমা কি ভোটবাক্সে আলাদা প্রভাব ফেলবে? উত্তর মিলবে ২মে।

সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দুই টেলি-অভিনেত্রীর লড়াই। লাভলি (Lovely Maitra) ওরফে অরুন্ধতী মৈত্র প্রতিদ্বন্দিতা করছেন তৃণমূলের হয়ে, অন্যদিকে বিজেপি প্রার্থী অঞ্জনা বসু (Anjana Basu)। দুই অভিনেত্রীই প্রথমবার ভোটের টিকিট পেয়েছেন। প্রচারের ময়দানে লাভলির জনপ্রিয়তা বেশি হলেও ২মে শেষ হাসি কে হাসবেন, তা সময়ই বলবে।

lovely maitra

অন্যদিকে, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের তুরুপের তাস অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। তৃণমূল-ছুট প্রবীর ঘোষাল লড়ছেন বিজেপির হয়ে। 'ভূমিপুত্র' প্রবীর ঘোষালকে কি আদৌ টক্কর দিতে পারবেন কাঞ্চন? আশাবাদী ঘাসফুল শিবির। তবে, জয় নিশ্চিত বলছে বিজেপিও।

kanchan mullick
partha chatterjee Kanchan Mullick Anjana Basu Arup Biswas Lovely Maitra Ratna Chatterjee Srabanti Chatterjee Yash Dasgupta bjp tmc West Bengal Assembly Election 2021 Babul Supriyo Paayel Sarkar Devdut Ghosh
Advertisment