Advertisment
Presenting Partner
Desktop GIF

Geeta LLB: 'মেয়েকে উচ্চ শিক্ষিত দেখতে চেয়েছিলেন উনি...', 'গীতা LLB'-র হিয়া আজও অনুভব করেন বাবার আক্ষেপ?

Hiya as Geeta LLB: মেয়েকে অভিনেত্রী হিসেবে মেনে নিতে চাননি তিনি? কিন্তু কেন..?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
geeta LLB, hiya mukherjee, geeta LLB hiya

Geeta LLB: অভিনেত্রীর পরিবারের সদস্যরা নিযুক্ত ছিলেন নানা পেশায়!

শুধু সিরিয়ালে যে তিনি ন্যায়ের পথে অভিনয় করেন, এমন না। বরং, স্টার জলসা সিরিয়াল খ্যাত অভিনেত্রী গীতা LLB এর হিয়া, নিজের ব্যক্তিগত জীবনেও ন্যায়ের পথে চলেন। সেকথা শেয়ার করেন অভিনেত্রী নিজেই।

Advertisment

গীতা, কাউকে ভয় পায় না। সে নিজের দাবি নিয়ে বাঁচে। তাঁর সামনে কোনও অন্যায় জায়গা পায় না। শুধু তাই না, তাঁর সাহসের পরিচয় পেয়েছে অনেকেই। আর, এবার তো নতুন করে শুরু করেছেন তারা। বিয়ে হয়েছে গীতার। কিন্তু, বাস্তবের জীবনেও হিয়া কিন্তু ভীষণ নীতিতে চলেন। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি যা বললেন...

অভিনয় করবেন, একথা ভাবতেই পারতেন না তাঁর পরিবারের কেউ। শুধু তাই নয়, বাবা রীতিমতো বিরোধিতা করতেন। ন্যায় নিয়ে চললেও বেশ নরম স্বভাবের হিয়া। দশ বছরের মডেলিং কেরিয়ারের পাশাপাশি তিনি অভিনয়ের দিকেও ঝুঁকছিলেন। কিন্তু, অভিনেত্রী পাশে পাননি বাবাকে। কেন? হিয়ার কথায়...

"দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী আর বাবা ছিলেন গবেষক। তাই তো, তিনি চেয়েছিলেন মেয়েও বেশ উচ্চ শিক্ষিত হোক। কিন্তু, আমি চেয়েছিলাম অভিনেত্রী হতে। নিজেকে প্রতিষ্ঠিত করার পেছনে, আমি বাবাকে কোনদিন পাশে পাইনি। বাবা চাইতেন, আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করি। সেটা হয়নি।"

তবে, এখন তিনি মেয়ের জনপ্রিয়তা মেনে নিয়েছেন। শুধু তাই নয়, সন্ধে হলেই টিভি চালিয়ে বসে পড়েন তিনি। মেয়ের সিরিয়াল দেখতে বেশ ভালবাসেন। এখন সে মেয়ের গুণগ্রাহী।

Bengali Serial tollywood Entertainment News
Advertisment