Advertisment
Presenting Partner
Desktop GIF

টেলিপর্দায় ফিরছে 'শ্রীরামকৃষ্ণ', প্রায় দু'দশক পরে

'মহাপ্রভু' ধারাবাহিকের পরে, এবার স্টার জলসা নিয়ে এল শ্রীরামকৃষ্ণ পরমহংসের জীবনকাহিনি।শৈশব থেকে তাঁর পরমহংস হয়ে ওঠার সম্পূর্ণ যাত্রাটি দেখা যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Star Jalsha brings back iconic old Bengali serial Shri Ramkrishna

ছবি সৌজন্য: স্টার জলসা

যে কোনও সংকটের মুহূর্তে মানুষ আশ্রয় খোঁজেন মনীষীদের বাণী ও তাঁদের দর্শনে। বাংলার এই কঠিন সময়ে তাই টেলিপর্দায় স্টার জলসা ফিরিয়ে আনছে কিংবদন্তি আধ্যাত্মিক গুরুদের জীবনকাহিনি যাঁরা জাত-পাত, ধর্মীয় বিভেদেরে ঊর্ধ্বে মনুষ্যত্বের ধর্ম প্রচার করেছেন। 'মহাপ্রভু' ধারাবাহিকের পরে, এবার স্টার জলসা নিয়ে এল শ্রীরামকৃষ্ণ পরমহংসের জীবনকাহিনি। প্রায় বছর কুড়ি আগে নির্মিত এই ধারাবাহিকটি এবার দেখা যাবে জলসা-র পর্দায়।

Advertisment

২৪ মে থেকে শুরু হতে চলেছে এই ধারাবাহিকের সম্প্রচার। স্টার জলসা-র পর্দায় প্রতিদিন বিকেল ৪টের স্লটে দেখা যাবে ধারাবাহিক 'শ্রী রামকৃষ্ণ'। এই পুরনো ধারাবাহিকটিতে রামকৃষ্ণদেবের জন্ম, শৈশব, কৈশোর থেকে তাঁর পরমহংস হয়ে ওঠার সম্পূর্ণ যাত্রাটি দেখা যাবে।

আরও পড়ুন: ”দয়া করে আমাদের কথাও একটু ভাবুন”, সরকারের কাছে আবেদন বিনোদন জগতের

বাংলা টেলিভিশনের বহু জনপ্রিয় ও অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রীরা সেই সময় অভিনয় করেন এই ধারাবাহিকে। ঋতা দত্ত চক্রবর্তীকে দেখা যাবে গদাধর চট্টোপাধ্যায়ের মায়ের ভূমিকায়। রামকৃষ্ণদেবের আপন দাদা  রামকুমার চট্টোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্তকে দেখা যাবে রামকৃষ্ণদেবের আর এক ভাই রামচাঁদের ভূমিকায়। আর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভূমিকায় অর্থাৎ পরিণত বয়সের চরিত্রে রয়েছেন অরিজিৎ সেনগুপ্ত।

বাংলা টেলিভিশনে রামকৃষ্ণদেব এসেছেন বহু ধারাবাহিকে। সাম্প্রতিক 'করুণাময়ী রাণী রাসমণি'-তে যেমন এসেছেন, তেমনই 'জগজ্জননী মা সারদা' ধারাবাহিকটি ছিল মূলত এই আধ্যাত্মিক দম্পতির গল্প। প্রত্যেকটি ধারাবাহিকই নিজ নিজ গুণে স্বকীয়। এক একটি ধারাবাহিকে শ্রীরামকৃষ্ণদেবের জীবন বর্ণনার ধরন এক এক রকম।

তাই এই মহান মনীষীর জীবনকাহিনি যতবারই দেখা যাক, তা যেন কখনও পুরনো হয় না।

Bengali Serial Bengali Television
Advertisment