Tele hero Dibyojyoti Dutta: স্টার জলসা-তে আসছে 'চুনি পান্না'। এই গোস্ট কমেডির মুখ্য চরিত্রে রয়েছেন অন্বেষা হাজরা ও দিব্যজ্যোতি দত্ত। গল্পের নায়ক নির্ভীকের বাড়িতে পাকাপাকিভাবে বসবাস করে একটি ভূত এবং বাড়ির সব সদস্যদের নানা ভাবে নাকাল করে সে। তাই নায়কের নাম নির্ভীক হলেও আদতে সে প্রচণ্ড ভিতু। সম্প্রতি সাংবাদিক সম্মেলনে এসে দিব্যজ্যোতি জানালেন যে চরিত্রের মতো অতটা না হলেও ভিতু তিনি নিজেও।
''যখন সবাই জানতে পারে যে আমি এই চরিত্রটা করছি, তখন সবাই জিজ্ঞাসা করে, তুই কি এরকমই। আমি আজকে সবার সামনে বলতে চাই যে হ্যাঁ আমি এতটা না হলেও সত্যিই ভিতু। আমি এখনও একা একা ঘুমোতে পারি না'', বলেন দিব্যজ্যোতি, ''মাঝরাতে যদি বাথরুম যেতে হয়, মা আমার সঙ্গে দাঁড়ায়। মা পাশে ঘুমোলে একটু বেটার হয়। আমার মনে হয় সেই জায়গাটা থেকে চরিত্রটা করতে আমার সুবিধাই হবে।''
আরও পড়ুন: শ্রীরামকৃষ্ণের আগমনে আরও বাড়ছে রেটিং, দ্বিতীয় ‘রাসমণি’
দিব্যজ্যোতি বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় নায়কদের একজন। ডেবিউ ধারাবাহিক 'জয়ী' থেকেই দর্শক তাঁকে অত্যন্ত পছন্দ করেছেন। 'জয়ী' ধারাবাহিকে তাঁর অভিনয় টেলিজগতেও অত্যন্ত প্রশংসিত হয়েছে। দিব্যজ্যোতিকে এই ধারাবাহিকের জন্য মনোনীত করেন চিত্রনাট্যকার সাহানা দত্ত। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ঠিক এমন একটি চরিত্র পাবেন, এমনটা আশা করেননি অভিনেতা। 'জয়ী'-তে তাঁর চরিত্রটি ছিল অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন এবং সাহসী। এখানে ঠিক উল্টোটাই দেখতে পাবেন দর্শক।
এই গল্পের নায়িকা চুনি অসমসাহসী এবং সেই চরিত্রে অন্বেষা হাজরার কাস্টিংও খুবই উপযুক্ত কারণ অন্বেষার খুব একটা ভূতপ্রেতের ভয় নেই। ধারাবাহিকের চরিত্রের মতো হয়তো ভূত খুঁজে বেড়ান না কিন্তু আবার নির্ভীক এবং বাস্তবে দিব্যজ্যোতির মতো ভিতুও নন খুব একটা। শোনা গিয়েছে দিব্যজ্যোতিকে শুটিংয়ের ফাঁকে ভূতের গল্প বলে ভয় দেখাতে ভালোবাসেন নায়িকা।
আরও পড়ুন: নতুন ‘ভূতের’ ধারাবাহিকে আসছেন পায়েল দে
আগামী ১১ নভেম্বর থেকে স্টার জলসা-য় রাত সাড়ে দশটার স্লটে আসছে এই ধারাবাহিক। ধারাবাহিকের ভূত অর্থাৎ পান্না চরিত্রে অভিনয় করছেন তুলিকা বসু। এছাড়া অন্যান্য ভূমিকায় রয়েছেন পার্থসারথি দেব, পায়েল দে, ময়না মুখোপাধ্যায়, দেবদূত ঘোষ, ছন্দা চট্টোপাধ্যায় প্রমুখ। বাংলা টেলিভিশনে ভূত নিয়ে একাধিক কাজ হয়েছে। 'ভুতু' ছাড়া বাকি সবই মোটামুটি সিরিয়াস হরর-জাতীয় কাজ ছিল। চিত্রনাট্যকার সাহানা দত্ত জানালেন, 'ভুতু'-তে একটি বাচ্চা ভূতের গল্প বলার পর তাঁর মনে হয়েছিল একটি বয়স্ক ভূতের গল্প হলে কেমন হয়? সেই ভাবনা থেকেই চুনি পান্না।
তবে এই ধারাবাহিকে অভিনয় করার পরে দিব্যজ্যোতির ভূতের ভয় কমবে কি না, সেটাই প্রশ্ন।