দীর্ঘ লকডাউনেও দর্শকের মনোরঞ্জন করতে সফল স্টার জলসা। প্রাথমিকভাবে চলতি জনপ্রিয় ধারাবাহিকগুলির প্রথম এপিসোড থেকে আবার সম্প্রচার শুরু হয়। পরবর্তী ধাপে ফিরে আসে স্টার জলসা-র সেই সব পুরনো ধারাবাহিকগুলি যা বাংলা টেলিভিশনের অন্যতম কাল্ট শো বলা যায়। কিন্তু এখন আবার শুটিং শুরু হয়েছে। দেখা যাবে চলতি ধারাবাহিকের নতুন এপিসোড। পাশাপাশি থাকবে ক্লাসিক ধারাবাহিকগুলিও।
এর মধ্যে 'মহাপ্রভু' ও 'শ্রীরামকৃষ্ণ' এই প্রথম বার সম্প্রচার হচ্ছে জলসা-র পর্দায়। এই দুটি ধারাবাহিকের রাইটস কেনা হয়েছে দূরদর্শন-এর থেকে। এছাড়া জলসা-র নিজস্ব প্রযোজনাগুলির মধ্যে 'বোঝেনা সে বোঝেনা' এবং 'ওগো বধূ সুন্দরী' ধারাবাহিক দুটি, যার পুনঃসম্প্রচার শুরু হয়েছিল, সেই দু'টি ধারাবাহিকের সম্প্রচারও বন্ধ হচ্ছে না।
আরও পড়ুন: বাংলার প্রথম ‘বেসরকারি’ নিউজ অ্যাঙ্কর! ‘খাস খবর’-এর স্মৃতিতে ডুব দিলেন সুদীপ্তা
এছাড়া ১৫ জুন থেকে শুরু হতে চলেছে বাংলায় 'রামায়ণ'-এর সম্প্রচার। এই এপিক ধারাবাহিকটি বাংলা ডাবিং করা ভার্সন এই প্রথম দেখা যাবে টেলিপর্দায়। সকাল থেকে রাত, কোন সময়ে কোন ধারাবাহিক বা অনুষ্ঠান দেখা যাবে, নীচে রইল তার তালিকা--
সকাল/ দুপুর
৯টা-- মহাপ্রভু (সোম থেকে শুক্র)
৯.৩০টা-- শ্রীরামকৃষ্ণ (সোম থেকে শুক্র)
১টা-- রামায়ণ (সোম থেকে রবি)
১.৩০টা-- রাধাকৃষ্ণ (প্রতিদিন)
'মহাভারত' ধারাবাহিকের সম্প্রচার হবে প্রতি শনি ও রবিবার সকাল ৯টায়।
১৫ জুন থেকেই স্টার জলসা-র সমস্ত চলতি ধারাবাহিকগুলি দেখা যাবে নিজস্ব স্লটে। আসছে নতুন এপিসোড। একমাত্র প্রথমা কাদম্বিনী-র ক্ষেত্রে আবার প্রথম এপিসোড থেকে সম্প্রচার শুরু হবে। যেহেতু অল্প কয়েকটি এপিসোড সম্প্রচারের পরেই লকডাউন হয়ে যায়। তাই চ্যানেল আবারও দর্শককে মনে করিয়ে দিতে চায় গল্পের শুরুটা। মোহর, এখানে আকাশ নীল-এর মতো শ্রীময়ী ধারাবাহিকেরও ফ্রেশ এপিসোড দেখা যাবে ১৫ জুন থেকে। টোটা রায়চৌধুরী সেই বার্তাই দিয়েছেন তাঁর টুইটার হ্যান্ডলে
আজ সন্ধ্যে সাতটায়, স্টার জলসায়, ফিরছে #শ্রীময়ী, সাথে থাকছে তার পরিবার এবং.... রোহিত সেন। দেখতে ভুলো না। pic.twitter.com/kafkTqUB8L
— Tota Roy Choudhury (@tota_rc) June 15, 2020
সন্ধে/ রাত
৪টে-- ফরচুন রান্নাবান্না (সোম থেকে শনি)
৪.৩০টে-- বোঝেনা সে বোঝেনা
৫টা-- ওগো বধূ সুন্দরী
৫.৩০টা-- এখানে আকাশ নীল (সোম থেকে রবি)
৬টা-- প্রথমা কাদম্বিনী (সোম থেকে রবি)
৬.৩০টা-- দুর্গা দুর্গেশ্বরী (সোম থেকে রবি)
৭টা-- শ্রীময়ী (সোম থেকে রবি)
৭.৩০টা-- কে আপন কে পর (সোম থেকে রবি)
৮টা-- মোহর (সোম থেকে রবি)
৮.৩০টা-- সাঁঝের বাতি (সোম থেকে রবি)
৯টা-- কোড়া পাখি (সোম থেকে রবি)
৯.৩০টা-- কপালকুণ্ডলা (সোম থেকে রবি)
১০টা-- মহাপীঠ তারাপীঠ (সোম থেকে রবি)
১০.৩০টা-- চুনি পান্না (সোম থেকে রবি)
১১টা-- ধ্রুবতারা (সোম থেকে রবি)
১১.৩০টা-- ইরাবতীর চুপকথা (সোম থেকে রবি)