পুরনো ধারাবাহিক ফিরে এসেছে বটে কিছু কিন্তু তাতে কি আর দর্শকের মন ভরে? চলতি যে কোনও ধারাবাহিকের চরিত্রগুলির সঙ্গে যেন নিত্যদিনের সম্পর্ক হয়ে যায় দর্শকের। সেই সম্পর্কে চিড় ধরলে দর্শকের যেমন মন খারাপ হয়, নির্মাতাদেরও হয়। তাই স্টার জলসা লকডাউনের শুরু থেকেই চেষ্টা করেছে কীভাবে নানা বিধিনিষেধের মধ্যে থেকেই নতুন কিছু উপহার দেওয়া যায় দর্শককে।
'সুপার সিঙ্গার'-এর মেড-অ্যাট-হোম এপিসোড ও 'কে আপন কে পর'-এর বিশেষ নববর্ষ এপিসোডের পর, আরও দুটি মেড-অ্যাট-হোম বিশেষ এপিসোড নিয়ে আসতে চলেছে চ্যানেল আগামী মাসের গোড়াতেই। দেখা যাবে 'মহাপীঠ তারাপীঠ' ও 'চুনি পান্না'-র দুটি বিশেষ পর্ব।
আরও পড়ুন: টেলিভিশন দিয়েই শুরু হয়েছিল ইরফানের জয়যাত্রা, ফিরে দেখা তাঁর ছোটপর্দার কাজ
'মহাপীঠ তারাপীঠ'-এর বিশেষ এপিসোডে থাকবে তারা মায়ের কিছু মহিমার কথা যা দেখা যাবে আগামী ১ মে রাত ৮টায়। তাঁর মহিমার কথা ভক্তমাত্রেই জানেন। কিন্তু তার বাইরেও কিছু অজানা কথা রয়েছে। এই এপিসোডে থাকছে বামদেবের বক্রেশ্বর যাত্রার কথা এবং কীভাবে তাঁকে প্রতি পদে পদে মা তারা রক্ষা করেন, সেই গল্প।
ধারাভাষ্যের আকারে বেশিরভাগ অংশটা শুট করা হয়েছে লকডাউনের নিয়ম মেনে, এমনটাই জানানো হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। এছাড়া আগামী ৪ মে আসছে 'চুনি পান্না'-র বিশেষ এপিসোড। এই পারিবারিক কমেডি ধারাবাহিকের মেজাজটি বজায় রেখেই থাকছে একটি বিশেষ পর্ব যেখানে চুনি ও নির্ভীক উত্তর খুঁজবে একটি ধাঁধার-- 'ডিম আগে না মুরগি আগে'। দেখে নিতে পারেন প্রোমোটি নীচের লিঙ্কে ক্লিক করে--
'চুনি পান্না'-র এই বিশেষ এপিসোডে থাকছেন অন্বেষা হাজরা, দিব্যজ্যোতি দত্ত, তুলিকা বসু ও দেবদূত ঘোষ। প্রত্যেক অভিনেতাই তাঁর নিজের বাড়িতে শুটিং করে পাঠিয়েছেন ভিডিও ক্লিপ এবং সেগুলি জুড়েই তৈরি করা হয়েছে এই এপিসোড।