Advertisment

হাঁটুর বয়সি তরুণীকে বিয়ে! দীর্ঘ বিরতির পর সিরিয়ালে কৌশিক সেন, দেখুন প্রোমো

এক অসমবয়সী দাম্পত্যাকাহিনি নিয়ে টেলিভিশনে ফিরছেন অভিনেতা।

author-image
Sandipta Bhanja
New Update
Gudhuli Alap, Kaushik Sen, Star Jalsha, new bengali serial, গোধূলি আলাপ, কৌশিক সেন, স্টার জলসা, bengali news today

গোধূলি আলাপ

কলকাতার ডাকসাইটে উকিল অরিন্দম রায়। অন্যায়কে জীবনে কোনওদিনই প্রশ্রয় দেননি। তাই নিরীহ গ্রামের লোকেরা যখন বছরের পর বছর জুতোর শুঁকতালি খুঁইয়ে কোর্টের চক্কর কাটছিলেন, তাঁদের হয়ে সওয়াল করলেন অরিন্দম। আর সেই গ্রামেরই এক তরুণীর সঙ্গে ভাগ্যের পরিহাসে দেখা হল জাঁদরেল আইনজীবী অরিন্দমের। তারপর? বাকি গল্পটা বলবে 'গোধূলি আলাপ'। স্টার জলসার নতুন ধারাবাহিক।

Advertisment

বুধবার সেই সিরিয়ালের টিজার প্রকাশ্যে আসতেই টেলিদর্শকদের উন্মাদনার পারদ তুঙ্গে। কারণ, এহেন অবতারে কৌশিক সেনকে এর আগে দেখা যায়নি। সংসারে কূট-কাঁচালি ছাড়িয়ে গল্পও ভিন্ন স্বাদের। মৌরীগ্রামের বাসিন্দারা বছরের পর বছর ধরে এক মামলা-মোকদ্দমায় আটকে রয়েছেন। তাঁদের পরিত্রাতা হয়েই আদালতে ওই নিরীহ মানুষগুলোকে সুবিচার পাইয়ে দেন অরিন্দম ওরফে কৌশিক। মামলায় জয়ের পর সেই গ্রামেই ঘুরতে যান। পথেই তরুণী নোলকের সঙ্গে দেখা হয় তাঁর।

পেটের দায়ে সংসারে যাতে দুটো পয়সা আসে, তার জন্য বহুরূপী বেশে ঘুরে নোলক টাকা উপার্জন করে। সেখানেই অরিন্দমের সঙ্গে এক মিষ্টি কথোপকথন হয়। মাঝবয়সী অরন্দিমকে সে কাকু বলে সম্বোধন করে। বিয়ের রাতে হঠাৎই বর না আসায় বিয়ে পণ্ড হয়। সেই সময়ে কন্যাদায়গ্রস্থ পিতা অরিন্দমের কাছে করজোড়ে সাহায্য প্রার্থনা করেন। পরিস্থিতির চাপে নোলককে বিয়ে করতে বাধ্য হন অরিন্দম।

<আরও পড়ুন: বস্তির বখাটে বাচ্চাদের ফুটবল কোচ অমিতাভ, ‘ঝুন্ড’-এর ট্রেলারে দুর্ধর্ষ শাহেনশা, দেখুন>

গ্রামের সহজ-সরল নোলককে নিয়ে ওঠেন প্রাসাদোপম শহুরে বাড়িতে। ওদিকে এই অসমবয়সী বিয়ে দেখে হতবাক হয়ে যান অরিন্দমের বাড়ির লোকেরা। তাঁর মা-ই প্রশ্ন করে বসেন- "শেষমেশ কিনা এই হাঁটির বয়সি মেয়েকে বিয়ে করে ঘরে তুললি?" কী রয়েছে নোলকের ভাগ্যে, তাকে কি মেনে নেবে অরিন্দমের পরিবার? বাকি গল্প জানতে হলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। ২৮ ফেব্রুয়ারি থেকে আসছে 'গোধূলি আলাপ'। বহুরূপী নোলকের ভূমিকায় অভিনয় করেছেন সৌমি সরকার।

প্রযোজনায় রাজ চক্রবর্তী। উল্লেখ্য, আগে শোনা যাচ্ছিল বাবুল সুপ্রিয় অরিন্দমের ভূমিকায় অভিনয় করবেন। তবে পরে সেই জল্পনা নস্যাৎ করে দিয়ে জাঁদরেল আইনজীবীর ভূমিকায় ধরা দেন কৌশিক সেন। আরে আগে অরিন্দম শীলের ভূমিকন্যা ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। ২০১৮ সালে। এবার বছর চারেক বাদে আবারও ছোটপর্দায় ধরা দেবেন কৌশিক।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Entertainment News Tollywood Television star Kaushik Sen Star Jalsha Gudhuli Alap
Advertisment