করোনার ভাইরাসের প্রকোপ, প্রয়াত স্টার ওয়ার অভিনেতা অ্যান্ড্রু জ্যাক

অ্যান্ড্রু জ্যাক স্টার ওয়ার-এর নানা সিরিজে অভিনয় করেছেন। ৭৬ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অ্যান্ড্রু জ্যাক স্টার ওয়ার-এর নানা সিরিজে অভিনয় করেছেন। ৭৬ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬।

স্টার ওয়ার অভিনেতা ও ডায়লেক্ট কোচ অ্যান্ড্রু জ্যাক প্রয়াত। কিছুদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬। বিবিসি-র সূত্র অনুযায়ী, মঙ্গলবার সাররে হাসপাতালে প্রয়াণ হল অভিনেতার।

Advertisment

দুর্ভাগ্যবশত, শেষ সময়ে নিজের স্ত্রী গ্যাব্রিয়েল রজার্সকেও পাশে পেলেন না জ্যাক। নিউজিল্যান্ড থেকে ফেরার পথে অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টিনে ছিলেন তিনি।ইতালিয়ান অভিনেত্রী লুসিয়া বোস, হলিউড অভিনেতা মার্ক ব্লুমের করোনাভাইরাসের শিকার হলেন এই জনপ্রিয় অভিনেতা।

Advertisment

আরও পড়ুন, ঋত্বিকের জন্মদিনে তাঁর অভিনীত কিছু সেরা ছবির একনজরে

অ্যান্ড্রু জ্যাক স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডি এবং স্টার ওয়ারস: দ্য ফোর্স অওকেনস-এর মতো সিরিজে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি, কান্ট্রি সিঙ্গার জোয় ডিভির জীবনাবসান হয় তাঁর শরীরে কোভিড-১৯ এর ভাইরাস পাওয়ার পর। মৃত্যুকালে বয়স ছিল ৬১ বছর।

টম হ্যাঙ্কস, রিটা উইলসন, ইদ্রিস এলবা, ক্রিস্টোফার হিভজু, ড্যানিয়েল ডে কিম, অ্যান্ডি কোহেন, ইন্দিরা বর্মা, কলটন আন্ডারউড, দেবী মাজার এবং ডেভিড ব্রায়নের কিবোর্ডিস্ট জন বোন জোভি- শরীরে ইতিমধ্যেই মিলেছে করোনাভাইরাস।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus