/indian-express-bangla/media/media_files/2025/10/26/stars-2025-10-26-15-28-19.png)
চলে গেলেন যারা...
Stars Fading Away: ভারতীয় ছবিতে যেন মড়ক লেগেছে। বছরের শেষ হতে আর মাস দুয়েক। তাঁর আগেই যেন একের পর এক তারকার মৃত্যু অনেক ধরণের প্রশ্ন তুলে দিচ্ছে। গতবছর শেষের দিকেই ভারত হারিয়েছিল এক কিংবদন্তিকে। তাঁর নাম উস্তাদ জাকির হুসেন। আর এবার যেন শেষ দুই সপ্তাহে একেবারেই মন ভারাক্রান্ত করার মতো সব ঘটনা ঘটছে।
দীর্ঘদিন যারা ভারতীয় সিনেমাকে অনেক কিছু দিয়েছেন, তাঁকে আরও বেশি করে সমৃদ্ধ করেছেন, সেই মানুষগুলো একের পর এক পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। শেষ ২ সপ্তাহে যেন অনেককিছুই পাল্টে গেল। সেকথাই বারবার বলছিলেন অনুপম খের। ভারতীয় সিনেমায় নক্ষত্রপতন - ক্রমাগতই। কারা কারা চলে গেলেন?
Dev: দেবের খোঁচা না কি মজা? জিৎ গাঙ্গুলিকে জড়িয়েই কোন প্রসঙ্গ টানলেন অভিনেতা?
পঙ্কজ ধীরঃ তিনি মহাভারতের কর্ণ হিসেবেই সবথেকে বেশি জনপ্রিয়। শোনা যায় অর্জুনের চরিত্র তাঁকে অফার করা হয়েছিল। কিন্তু তিনি তো আর যাই হোক, গোঁফ কাটতে নারাজ ছিলেন। সেকারণেই তিনি অর্জুনের চরিত্র থেকে বাদ পড়েন। কিন্তু, কর্ণ তাঁকে অনেক কিছু দিয়েছে। তিনি নিজের গোটা ফিল্মি কেরিয়ারে যা যা পেয়েছেন এই চরিত্রের জন্যই। এবং তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ক্যানসারে ভুগছিলেন দীর্ঘদিন। তবে আর শেষরক্ষা হল না।
গোবর্ধন আসরানিঃ প্রবীণ বলিউড অভিনেতা গোবর্ধন আসরানি, যিনি তাঁর কালজয়ী হাস্যরস এবং অবিস্মরণীয় চরিত্রের জন্য চিরস্মরণীয়, ২০ অক্টোবর ২০২৫ মুম্বাইয়ে ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। পাঁচ দশকেরও, বেশি সময় ধরে ৩৫০টির বেশি চলচ্চিত্রে কাজ করে আসরানি ভারতীয় সিনেমার অন্যতম প্রিয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। অভিনেতার মৃত্যুতে হিন্দি চলচ্চিত্রের কমেডি এবং চরিত্র অভিনয়ের এক যুগের সমাপ্তি ঘটেছে। আসরানির পরিবার একটি ব্যক্তিগত অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে তাঁর "শান্তিতে যাওয়ার" ইচ্ছাকে সম্মান করেছেন।
Satish Shah Death: 'এমন মানুষ আজকাল জন্মায় না', সতীশের মৃত্যুতে স্মৃতিতে ডুব অনুপমের
সতীশ শাহঃ গতকাল সকলকে ফাঁকি দিয়ে ৭৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সতীশ। দুপুরের দিকেও ঠিক ছিলেন। কথা বলেছিলেন রত্না পাঠক শাহ ও শচীনের সঙ্গে। তাঁরা যেন বিশ্বাস করতেই পারছিলেন না যে এভাবে চলে যাবেন তিনি। মাস তিনেক আগেই কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। সতীশ পর্যন্ত চলে গেলেন সবাইকে কাঁদিয়ে।
প্রসঙ্গে, আসরানির মৃত্যুর চারদিনের মাথায় খবরটি প্রকাশ্যে আসে। খবরটি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে ১৯৯৪ সালের সিনেমা ‘ঘর কি ইজ্জত’-এর একটি দৃশ্য, যেখানে অভিনয় করেছিলেন প্রবীণ অভিনেতা আসরানি ও সতীশ। অভিনেত্রী বিন্দু-ও ছিলেন সেখানে। সেই ক্লিপে দুই শিল্পীর অনবদ্য কমিক টাইমিং দর্শকদের মুগ্ধ করেছে। ভক্তরা ভিডিওটি শেয়ার করে হিন্দি সিনেমার কমেডির স্বর্ণযুগের প্রতি নস্টালজিক শ্রদ্ধা জানাচ্ছেন। তাঁদের কথায়, এই সময়, যখন স্ল্যাপস্টিক হাস্যরস ও স্বাভাবিক অভিনয়ই পর্দায় রাজত্ব করত।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us