Advertisment
Presenting Partner
Desktop GIF

পর্দায় আসছে ব্ল্যাকহকঃ প্রথমবার সুপারহিরো ছবি পরিচালনায় স্টিভেন স্পিলবার্গ

ডিসি কমিকসের ব্ল্যাকহক নিয়ে প্রস্তুত বিশ্ববরেণ্য পরিচালক  স্টিভেন স্পিলবার্গ। ব্ল্যাকহকের চিত্রনাট্য লিখছেন ডেভিড কোয়েপ, যিনি এর আগে জুরাসিক পার্ক, লস্ট ওয়ার্ল্ড সহ আরও বেশ কিছু স্পিলবার্গ ছবির চিত্রনাট্য লিখেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Steven Spielberg to direct his first superhero film, Blackhawk.

পর্দায় আসছে ব্ল্যাকহকঃ প্রথমবার সুপারহিরো ছবি পরিচালনায় স্টিভেন স্পিলবার্গ

শিবাঙ্গী জালান

Advertisment

ডিসি কমিকসের ব্ল্যাকহক নিয়ে প্রস্তুত বিশ্ববরেণ্য পরিচালক  স্টিভেন স্পিলবার্গ। উল্লেখ্য, এটাই স্পিলবার্গের প্রথম সুপারহিরো মুভি। শুধু পরিচালনাই অবশ্য নয়, তাঁর নিজস্ব সংস্থা অ্যাম্বলিন এন্টারটেনমেন্ট এ ছবির প্রযোজকও বটে।

তাঁর এই নয়া প্রজেক্টে ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত স্পিলবার্গ। তিনি বলেছেন, ‘‘ওরা যা কিছুই করে, তার সঙ্গে মিশে থাকে আবেগ এবং পেশাদারি মনোভাব। এই ধরনের কাজ করার ইতিহাসও ওদের রয়েছে।’’

তবে ব্ল্যাকহকের কাজ শুরু হবে ইন্ডিয়ানা জোনস এবং ওয়েস্ট সাইড স্টোরির কাজ শেষ হওয়ার পর।

ওয়ার্নার ব্রাদার্সের পক্ষ থেকে সংস্থার চেয়ারম্যান টোবি এমিরিচও স্পিলবার্গের সঙ্গে কাজ করার ব্যাপারে উৎসাহ গোপন করেননি। ‘‘নতুন অ্যাকশন অ্যাডভেঞ্চার প্রজেক্টে স্পিলবার্গের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত’’, বলেছেন তিনি। সারা বিশ্বের দর্শকদের কাছে ব্ল্যাকহক ছবিতে স্পিলবার্গ নতুন কী নিয়ে আসেন, তা দেখার জন্য তাঁরাও অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন এমিরিও।

ব্ল্যাকহকের চিত্রনাট্য লিখছেন ডেভিড কোয়েপ, যিনি এর আগে জুরাসিক পার্ক, লস্ট ওয়ার্ল্ড সহ আরও বেশ কিছু স্পিলবার্গ ছবির চিত্রনাট্য লিখেছেন।

কমিকসের গল্প অনুযায়ী, ব্ল্যাকহক ছিলেন ব্ল্যাকহক স্কোয়াড্রন নামের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাছাই করা সেরা পাইলটদের এক রহস্যাবৃত দলের নেতা। ব্ল্যাকহক নিয়ে এর আগে একটিই ফিল্ম হয়েছে, ১৯৫২ সালে, যে ছবিতে ব্ল্যাকহকের চরিত্রে রূপদান করেছিলেন ক্রিক এলিন। অ্যানিমেটেড ছবি জাস্টিস লীগ: দ্য নিউ ফ্রন্টিয়ার-এ ব্ল্যাকহক স্কোয়াড্রনকে দেখা গিয়েছিল।

অনুলিখন- দেবস্মিতা দাস

Steven Spielberg Blackhawk
Advertisment