গার্হস্থ্য হিংসার অভিযোগ! গ্রেফতার স্পিলবার্গ কন্যা মিকেলা

শনিবার গ্রেফতার হয়েছেন পরিচালক স্টিভেন স্পিলবার্গের দত্তক কন্যা মিকেলা স্পিলবার্গ। ন্যাশভিলের জেল থেকে যদিও সেইদিনই সন্ধেবেলা জামিন পান তিনি।

শনিবার গ্রেফতার হয়েছেন পরিচালক স্টিভেন স্পিলবার্গের দত্তক কন্যা মিকেলা স্পিলবার্গ। ন্যাশভিলের জেল থেকে যদিও সেইদিনই সন্ধেবেলা জামিন পান তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
mikaela_spielberg

স্টিভেন স্পিলবার্গের মেয়ে মিকায়েলা স্পিলবার্গ। ফোটো- টুইটার

গার্হস্থ্য হিংসার অভিযোগে টেনেসি থেকে গ্রেফতার হন পরিচালক স্টিভেন স্পিলবার্গের দত্তক কন্যা মিকেলা স্পিলবার্গ। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে মিকায়েলার বয়ফ্রেন্ডও।

Advertisment

শনিবার গ্রেফতার হয়েছেন পরিচালক স্টিভেন স্পিলবার্গের বছর ২৩-এর দত্তক কন্যা মিকেলা স্পিলবার্গ। জেলের রেকর্ড থেকে জানা যাচ্ছে, ন্যাশভিলের জেল থেকে যদিও সেইদিনই সন্ধেবেলা জামিন পান তিনি।

আরও পড়ুন, রূপান্তরকামীদের ঠিকানার খোঁজ, দেড় কোটি টাকা অনুদান অক্ষয় কুমারের

Advertisment

ন্যাশভিলের পুলিশের একটি হলফনামা অনুযায়ী, সেখানকার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বার থেকে বেরোবার সময় মিকায়েলা ও তাঁর বয়ফ্রেন্ড বচসায় জড়িয়ে পড়েন। অভিযুক্ত মিকায়েলার দিয়ে 'তির্যক মন্তব্য' করলে, ,স্পিলবার্গ কন্যা তাঁর দিকে জিনিসপত্র ছুড়তে থাকেন। অভিযুক্তের মাথা ও কবজিতে আঘাত করার অভিযোগও দায়ের হয়েছে।

আরও পড়ুন, দিলজিৎ দোসঞ্জ ও ইভাঙ্কা ট্রাম্পের বার্তালাপ, হতবাক নেটিজেনরা

জেলের রেকর্ডে যেখানে তাঁর আইনজীবী মন্তব্য করেছেন এরকম কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে আগামী ৯ মার্চ আদালতে শুনানির দিন ধার্য হয়েছে।

স্টিভেন স্পিলবার্গ ও কেট ক্যাপশ-র -দত্তক কন্যা মিকেলা স্পিসবার্গ। কিছুদিন আগেও পর্নোগ্রাফিতে যোগ দেওয়ার ঘোষণায় শিরোনামে এসেছিলেন মিকেলা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Steven Spielberg