Advertisment

Stree 2 box office: ১৫ দিনেই ৬০০ কোটি! কেজিএফ কে পেছনে ফেলে লাগামছাড়া 'স্ত্রী - ২', বিরাট ঘোষণা রাজকুমারের

Stree 2 success: সামনেই বিরাট কিছু করে ফেলতে পারে স্ত্রী ২। ৬০০ কোটির ঘরে পা রাখল শ্রদ্ধার সিনেমা। কিন্তু ল্যান্ডমার্ক সৃষ্টি করার আগেই রাজকুমার রাওয়ের বড় ঘোষণা।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
 rajkumar rao stree 2

 

Advertisment

স্ত্রী ২ ছবিটি বাংলা ছবির এহেন পরিস্থিতিতেও কলকাতায় কামাল করেছে। আর দেশব্যাপী তো বলার কথাই নয়। স্ত্রী ২ ছবিটি দেশের দশম হাইয়েস্ট বাণিজ্যিক ছবিতে পরিণত হয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও এবং পঙ্কজ ত্রিপাঠীর মত অভিনেতারা।

শুরু থেকেই বিশ্লেষকরা আশা করেছিলেন, প্রচুর টাকা আয় করবে এই ছবি। স্ত্রী ছবির পরেই, দেখা গিয়েছিল দর্শকরা মুখিয়ে আছেন এই ছবির সিক্যুয়াল দেখতে। আর হলও তাই।  স্ত্রী ২ কামাল করে দিল। ১৫ আগষ্ট রিলিজ করেছিল এই ছবি। প্রথম দিন, ৮ কোটির বেশি আয় করেছিল এই ছবি। দেশীয় স্তরে এই ছবির আয়, ৪৩২.৮ কোটি। যত দিন গিয়েছে ততই এই ছবির ব্যবসা বেড়েছে।

কত আয় করল এই ছবি?

কিন্তু, স্ত্রী ২ ঝড় যেন থামার নয়। রাজকুমার রাও, এবং শ্রদ্ধা অভিনীত এই ছবি ১৫ দিন পর ৬০০ কোটির আয় করেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে রাতের শোয়ে ভিড় করছেন ভক্তরা। অবাক করার মতো বিষয় এটাই, যেখানে বাংলার বুকে দুটি ছবি রিলিজ করেছিল, বাবলি এবং পদাতিক। সেখানে, স্ত্রী ২ দারুণ ব্যবসা করল। যদিও বা... 

স্ত্রী ২ কেজিএফ এর দুটি পার্টের আয়কেই পিছনে ফেলেছে। আসন্ন, রণবীর কাপুরের অ্যানিমাল এবং বাহুবলীর আয়কে পেছনে ফেলে কিনা সেটাই দেখার। কিন্তু, স্ত্রী ২ এর ভাল ফলাফলের পর, রাজকুমার রাও কিন্তু পিছিয়ে নেই। এর আগে রিলিজ করেছিল, মিস্টার এন্ড মিসেস মাহী, এবং শ্রীকান্ত। কিন্তু সেগুলি ভাল লাভ করেনি। তারপর এল স্ত্রী ২।

আর আজই রাজকুমার রাও নিজের নতুন ছবির ঝলক দেখিয়েছেন। হাতে বন্দুক, পেছন ঘুরে তাকিয়ে আছেন, আগামীকাল ছবির নাম ঘোষণা করবেন। তবে, মশলাদার যে কিছু হতে চলেছে সেকথা পরিষ্কার।

rajkumar rao bollywood bollywood actress Shraddha Kapoor
Advertisment