Advertisment

Subhashree-Yaalini: আর দেরি নয়, মেয়ে ইয়ালিনির স্টাইল প্রকাশ্যে দেখালেন শুভশ্রী

Tollywood news- জন্মানোর পর থেকে তাঁকে আড়ালেই রেখেছিলেন রাজ-শুভ, বলিউডের পন্থা অবলম্বন করেই কি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
subhashree ganguly, yaalini chakraborty, shubhashree yalini

shubhashree-yaalini: একরত্তি মেয়ে কী করছেটা কী? ছবি- ইনস্টা

Subhashree Daughter Yaalini: কেমন দেখতে তাঁদের মেয়েকে? এই নিয়ে রয়েছে নানা কৌতূহল। রাজ এবং শুভশ্রী মেয়ে ইয়ালিনিকে বেশ লুকিয়েই রেখেছেন। তবে এবার…

Advertisment

মেয়ে হওয়ার পর, তাঁকে না দেখালেও নাম কি রেখেছেন সেকথা জানিয়ে দিয়েছিলেন। দাদা ইউভানের নামের সঙ্গে মিলিয়েই তাঁর নাম রাখা হয়েছে ইয়ালিনি। মা সরস্বতীর নাম ইয়ালিনি। কিন্তু সেই খুদেকে আজও আড়ালে রেখেছেন তাঁরা।

এবার, সে যত ধীরে ধীরে বড় হচ্ছে, আস্তে ধীরে অল্প অল্প ঝলক প্রকাশ্যে আনছেন তাঁরা। কন্যা সন্তানকে আড়ালে রাখার মত কাজ এর আগে বিরাত-অনুস্কা কিংবা আলিয়া-রনবীর করেছিলেন। এবার রাজ-শুভশ্রী ( Raj-Subhashree ) নিজেও। ইউভানকে হাসপাতাল থেকেই দেখিয়েছিলেন তাঁরা। আর মেয়ের বেলায় পুরো উল্টো-কাহন।

আরও পড়ুন - Javed Akhter: ‘কবিদের পক্ষে বড় মাতাল হওয়া খুব সাধারণ…’, মদের কারণেই বিবাহ বিচ্ছেদ হয় জাভেদ আখতারের?

 shubhashree ganguly, yaalini chakraborty, shubhashree yaalini, yaalini shubhashree, yaalini picture, shubhashree yaalini news<br />
শুভশ্রীর পোস্ট

কিন্তু এবার, তিনি মেয়েকে দেখালেন। ফের একবার তাঁর ঝলক সামনে আনলেন। সাদা-কালো ছবিতে ইয়ালিনির মাথার একপাশ। মাথায় ছোট্ট একটি ঝুটি-সেই খুদে একরত্তির এই ছবি পোস্ট করে শুভ লিখলেন…'ইয়ালিনি'।

এখন, কবে তাঁকে পুরোপুরি সকলের সামনে আনেন সেটাই দেখার। যদিও, শুভশ্রী কিন্তু বেজায় স্ট্রং মা। একবিন্দু সময় নষ্ট করেননি। বেরিয়ে পড়েছেন কাজ করতে। শেষ করেছেন বাবলির শুটিং। সাইন করেছেন আলেয়াবাড়ি।

tollywood Subhasree Ganguly Entertainment News
Advertisment