New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/23/nRH7PwE0gHXWN6EGSK9p.jpg)
Subhashree Ganguly: কার সঙ্গে দেখা হল শুভশ্রীর? Photograph: (Instagram)
Subhashree Ganguly: কার সঙ্গে দেখা হল শুভশ্রীর? Photograph: (Instagram)
Subhashree Ganguly-Indian Railways: নায়িকা তো কী হয়েছে? আদতে তো একজন মা। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এর আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। আসলে, তিনি মালদায় একটি ম্যারাথন অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেদিন, হাওড়া স্টেশন থেকে ট্রেনে করেই মালদার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তিনি।
সেখানে যাওয়ার পথেই শুভশ্রী একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছেন, তেমনই তাঁর ট্রেন জার্নিতে বেশ সুন্দর কিছু মুহূর্তও কিন্তু ছিল। একজন নায়িকা, যিনি দুই সন্তানের মা তাঁর সামনে যদি একরত্তি মিষ্টি একটা মানুষ থাকে নিজেকে সামলানো যায় কি? অভিনেত্রীও পারলেন না। বরং সেই মানুষটাকে কোলে তুলে নিলেন।
ট্রেনে বসে থাকা সেই একরত্তি পুঁচকেটিকে কোলে নিয়ে বেশ আনন্দ পেয়েছিলেন নায়িকা। এবং সেও একফোঁটা নায়িকার কোলে উঠে কান্না নেই। বরং বড় বড় চোখ করে চারিদিক ঘুরে দেখতে ব্যাস্ত সে। আর, অভিনেত্রী তাঁর সঙ্গে কথা বলতে ব্যাস্ত। যদিও এবার প্রথম না। এর আগেও সন্তান ছবির প্রোমোশনের সময় খুদে এক ভক্তকে কোলে নিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন।
আর এবারও আরেক ছোট্ট মানুষের সঙ্গে মিষ্টি মুহূর্ত কাটালেন তিনি। অভিনেত্রীকে বলতে শোনা গেল, ও ছেলে? আমি ভেবেছিলাম ও মেয়ে? আর তাঁর এই ভুল হওয়া স্বাভাবিক। সত্যিই তাঁর ছোট্ট বান ঝুঁটি, ের কাজল দেখলে বোঝার উপায় নেই। এদিকে, নায়িকা এই কথা জিজ্ঞেস করতেই তাঁর দিকে প্রশ্ন ছুঁড়লেন কেউ কেউ।
তাঁদের কথায়, নিজের দুটি সন্তান, তাপররেও বোঝেন না যে ছেলে না মেয়ে? আবার কেউ বললেন, আবার ইংরেজি? কেন বাংলায় কষ্ট হয়? কিন্তু কেউ কেউ আবার তাঁকে মিষ্টি বার্তাও দিয়েছেন।