Subhashree-Jeetu Grihapravesh: ছকভাঙা গল্প, নতুন জুটি এখন বাংলা সিনেমার ইউএসপি। নায়ক-নায়িকার চেনা জুটির সাফল্যকে চ্যালেঞ্জ করে পরিচালক-প্রযোজক নতুন জুটিকে দর্শকের দরবারে নিয়ে আসতেই বেশি স্বচ্ছন্দ্য। আর ঠিক সেই কারণেই পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের ভাবনায় আগামী ১৩ জুন বড় পর্দায় মুক্তির অপেক্ষায় গৃহপ্রবেশ। এই ছবিতে প্রথমবার দর্শক দেখবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও জীতু কমলের যুগলবন্দি। সিনেমার টিজার ইতিমধ্যেই সকলের মন ছুঁয়েছে। শুভশ্রীর সাদামাটা লুকে মুগ্ধ ভক্তরা। শাড়ি পরিহিতা শুভশ্রীকে দেখে কমেন্ট বক্সে নেটিজেনের একাংশ ইন্দুবালার ভাতের হোটেলের লুকের সঙ্গেও তুলনা করেছেন। কারও মতে আবার, দেব-শুভশ্রীর হিট জুটিকে চ্যালেঞ্জ করার পারফেক্ট চয়েজ জীতু।
বড় পর্দায় জীতু-শুভশ্রীর সম্পর্কের রসায়ন দেখার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষারত বাংলা ছবির দর্শক। যে বাড়ির প্রতিটি দেওয়ালে প্রতিটি কোণে আনাচে কানাচে জমে থাকে সম্পর্কের খুঁটিনাটি ভাল লাগা মনকেমনের অনুভূতিরা সেই রকমই চার দেওয়ালের মাঝের এক গল্প 'গৃহপ্রবেশ'। সিনেমার প্রথম ঝলকেই রয়েছে মেঘ-বৃষ্টির এক হৃদয়ছোঁয়া ক্লিপিং। তবে কয়েক সেকেণ্ডের টিজারে এটুকু স্পষ্ট নারীকেন্দ্রীক গল্প গৃহপ্রবেশ। বিয়ের পর স্বামীর সুখ থেকে বঞ্চিত এক নারীর উপাখ্যান গৃহপ্রবেশ!
আরও পড়ুন দেড় বছরের মেয়েকে দিয়ে এটা কী করাচ্ছেন শুভশ্রী! দেখলে তাজ্জব বনে যাবেন
বিয়ের পর একটা দিনও স্ত্রীর সঙ্গে সংসার করেনি তাঁর স্বামী! শহরের বাইরে যেখানে থাকে সেখানেও স্ত্রীকে নিয়ে যায় না! কিন্তু, শ্বশুর-শাশুড়ির সেবায় কোনও ত্রুটি রাখে না তাদের বউমা। দিনের পর দিন চোখের সামনে বাড়ির বউয়ের এই কষ্ট সহ্য হচ্ছে না শ্বশুরমশাইয়ের। কষ্টে বুক ফেটে যায় শাশুড়ি মায়েরও। তবুও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে যায় বউমা। মানুষের জন্য অপেক্ষা করাই যে তার স্বভাব। পারিবারিক গল্পে কূটনীতি তো থাকবেই। গৃহপ্রবেশেও তার ব্যতিক্রম ঘটেনি। রুদ্রনীলের সংলাপেই রয়েছে সেই প্রমাণ। অন্যদিকে শুভশ্রীর এই কষ্টের জীবনের প্রতি সমবেদনা জানানোর মানুষও রয়েছেন। সেই চরিত্রে অভিনয় করছেন স্নেহা চট্টোপাধ্যায়।
জীতুর সঙ্গে শুভশ্রীর সম্পর্কের সমীকরণটা ঠিক কীরকম সেটা অবশ্য টিজারে একেবারেই স্পষ্ট নয়। তবে অভিনেতাকে ফটোগ্রাফারের ভূমিকায় দেখা যাবে সেটা বেশ ভালই বোঝা যাচ্ছে। মুক্তি পেয়েছে সিনেমার একটি গান 'মেঘপিয়ন'। গৃহপ্রবেশের কয়েক সেকেণ্ডের টিজারে কিন্তু, শাহরুখ-ঐশ্বর্য অভিনীত মহব্বতে সিনেমার এক প্রেমিক যুগলের কথা নিশ্চয়ই মনে পড়বে। করণ (জিমি) আর কিরণের (প্রীতি) প্রেমের কাহিনি। বিয়ের পর কিরণও স্বামীর জন্য দিনের পর দিন অপেক্ষা করত।করওয়া চৌথ-এ প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে থাকত কিন্তু, স্বামীর দেখা মেলেনি। শ্বশুরমশাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অমরিশ পুরী। বউমার কষ্ট সইতে না পেরে শেষ পর্যন্ত করণের কাছে পাঠিয়ে দেন কিরণকে। গৃহপ্রবেশের গল্পেও মহব্বতের করণের ভূমিকায় জীতু? সেটা তো সময় বলবে।