Subhashree Ganguly: 'রুক্মিণী আমার থেকে অনেক ছোট...', বিনোদিনী বিতর্কে ইতি টানলেন শুভশ্রী

Subhashree as Binodini: প্রথম থেকেই সৃজিত জানিয়ে দিয়েছিলেন শুভশ্রী তার বিনোদিনী হিসেবে প্রথম পছন্দ। যদিও, রুক্মিণীকে তিনি একটি চরিত্র অফার করেছিলেন।

Subhashree as Binodini: প্রথম থেকেই সৃজিত জানিয়ে দিয়েছিলেন শুভশ্রী তার বিনোদিনী হিসেবে প্রথম পছন্দ। যদিও, রুক্মিণীকে তিনি একটি চরিত্র অফার করেছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rukmini-subhashree as binodini

Subhashree as Binodini: কী বলছেন শুভশ্রী এই বিতর্কে? Photograph: (Instagram)

Subhashree Ganguly: শেষ কিছুদিন ধরেই আলোচনা তুঙ্গে টলিপাড়ায়। কারণ এবার সৃজিত মুখোপাধ্যায় যে ছবি বানাতে চলেছেন সেখানে দেখা যেতে চলেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে তাও আবার বিনোদিনী হিসেবে। অনেকেই জানেন, কিছুদিন আগেই রুক্মিণী মৈত্র নটী বিনোদিনী হিসেবে পর্দায় এসেছিলেন, এবং তার অভিনয় নিয়ে মিলেছে যুগ্ম প্রতিক্রিয়া। 
 
ঠিক তার কিছু দিনের মধ্যেই মহাপ্রভু শ্রী চৈতন্যকে নিয়ে ছবি বানাচ্ছেন তিনি। লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে থাকছেন শুভশ্রী। এবং প্রথম থেকেই সৃজিত জানিয়ে দিয়েছিলেন শুভশ্রী তার বিনোদিনী হিসেবে প্রথম পছন্দ। যদিও, রুক্মিণীকে তিনি একটি চরিত্র অফার করেছিলেন। বিনোদিনী চরিত্রে কে বেটার? এই নিয়েই আলোচনা চলছে। দেব জানিয়েছিলেন তার কাছে রুক্মিণীর থেকে ভাল বিনোদিনী কেউ নেই। এদিকে শুভশ্রী?

Advertisment

দোল পূর্ণিমার দিন সৃজিত নিজের ছবির পোস্টার রিলিজ করেছেন। সেখানেই হাজির ছিলেন শুভশ্রী। একদম চিয়ারফুল মেজাজে তাঁকে দেখা গেল। না, বিনোদিনী বিতর্ক নিয়ে একেবারেই বিরক্ত নন তিনি। বরং ভীষণ সাবলীল ভাবেই উত্তর দিলেন যে কেন এই বিতর্কে তিনি একটুও সামিল নন। লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে বিনোদিনীর ভুমিকা একটু হলেও কম। কী বললেন রাজ ঘরনী?

অভিনেত্রী বলছেন, "রুক্মিণী আমার থেকে খুব জুনিয়র। ও বেশ কয়েকটি ছবি করেছে। আমি নিশ্চিত ও খুব মন দিয়ে কাজটা করেছে। আমার দেখে ওঠা হয়নি। ও প্রচণ্ড ভাল করেছে। এবং এখানেই এই বিতর্কটা থেমে যাওয়া উচিত। কারণ, বিনোদিনী নিয়ে লহ গৌরাঙ্গ নয়, এটা তার থেকে অনেক বড়।"

Advertisment

এই একই বিনোদিনী নিয়ে বিতর্ক তার আর ভাল লাগছে না। তাই তো তিনি চান যেন সব কথা এখানেই শেষ হয়ে যায়। অভিনেত্রীর কাছে সমস্ত আর্টিস্ট একই জায়গায় রয়েছেন। সকলেই তাঁদের কাজে পারদর্শী হিসেবে বর্ণনা করেন নায়িকা। 

Tollywood Actress Subhashree Ganguly tollywood news Rukmini Maitra