scorecardresearch

‘দাসত্ব যায়নি, যত্ত আদিখ্যেতা!’, এলিজাবেথকে শ্রদ্ধা জানিয়ে ভয়ঙ্কর ট্রোলড শুভশ্রী

ক্যুইনের প্রয়াণে শোকবার্তা! অভিনেত্রীকে সবক শেখাল নেটপাড়া।

subhashree ganguly, queen elizabeth ii, queen elizabeth ii death, queen elizabeth ii update, Indian express entertainment News, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, প্রয়াত দ্বিতীয় এলিজাবেথ, Queen Elizabeth news, Queen of England, Queen Elizabeth death news, Indian Express, Bengali News today
এলিজাবেথের প্রয়াণে শোকবার্তা জ্ঞাপন করে ভয়ঙ্কর ট্রোলড শুভশ্রী

‘দ্য লন্ডন ব্রিজ ইজ ডাউন’… যে প্রথাগত বক্তব্যের অর্থ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার রাতেই ক্যুইনের মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় শোকবার্তায়। তবে ভারত এক্ষেত্রে ব্যতিক্রম! নেটদুনিয়ায় শোকের চেয়ে উপচে পড়েছে ট্রোল-মিমে। আর সেই প্রেক্ষিতেই বোধহয় রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) শোকবার্তাকে ভাল নজরে নেয়নি নেটপাড়া। অতঃপর টলিউড অভিনেত্রীকে ট্রোল করতেও পিছপা হলেন না তাঁরা।

দ্বিতীয় এলিজাবেথের এক যুবতী বয়সের ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর সেই পোস্টের কমেন্ট বক্সেই অভিনেত্রীর উদ্দেশে উপচে পড়ে কুরুচিকর মন্তব্য। ভারতকে দুশো বছর শোষণ করেছে ব্রিটিশরা। এদিন সেই প্রসঙ্গ টেনে এনেই শুভশ্রীকে ট্রোল করতে শুরু করেন নেটজনতার একাংশ।

কারও মন্তব্য, ‘ও বাবা আপনাদের এত মায়া এনার জন্য? কি উপকার করেছে আপনাদের উনি? কোহিনুর দিয়ে গেলে তাও বুঝতাম…’ কেউ বা আবার বলছেন, ‘মন থেকে দাসত্ব এখনও যায়নি এঁদের।’ আরেক নেটজনতার মন্তব্য, ‘মারা গেল ব্রিটেনের রানি। আর ভারতের কত কষ্ট। উনি কি করেছেন আমাদের দেশের জন্য, যত্তসব আদিখ্যেতা..।’

[আরও পড়ুন: সেঞ্চুরির পরই আংটিতে চুমু, উৎসর্গ মেয়ে-বউকে! বিরাটকে মিষ্টি জবাব অনুষ্কার]

কেউ বা আবার ইতিহাসের পাতা আউড়ে শুভশ্রীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়েছেন, “বাংলায় ৪৬-এর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারার পর কি এলিজাবেথরা RIP লিখেছিল? উল্টে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল বলেছিলেন, আমরা কৃষ্ণাঙ্গ কুকুরদের এটাই প্রাপ্য। ওরা আমাদের থেকে কোটি কোটি টাকা লুঠ করেছে। দেশের শিক্ষার হার নেমে গিয়েছিল ১৩ শতাংশতে। এমনকী প্রতিটা ভারতবাসীর গড় আয়ু সেইসময়ে হয়ে দাঁড়িয়েছিল মাত্র ৩২। তবে হ্যাঁ, আপনাদের মতো ধনী লোকেরা সেই কষ্ট বুঝবে না।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Subhashree ganguly got trolled for paying tribute to queen elizabeth ii