গতকাল রাস্তায় নেমেছিলেন তিনি। আর এবার কবিতা লিখলেন বিচার চেয়ে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় সমাজ মাধ্যমের পাতায় ন্যায় এবং নারী অধিকার চেয়েই কবিতা লিখলেন। একপাতা কবিতায় বার বার মেয়েদের হয়ে আওয়াজ তুললেন তিনি।
Advertisment
শুভশ্রী গতকাল একদম লিড থেকেই গলা ফাটিয়েছিলেন। জাস্টিস চেয়েছিলেন। আর আজ কবিতার মাধ্যমে তিনি লিখলেন...
"শাস্তি চাই! শাস্তি চাই! দৃষ্টান্তমূলক শাস্তি চাই! থাকবো না আর নিয়মে বাঁধা। মানব না কোনও রীতি। সংস্কার ধরে রাখার দায়িত্ব কি শুধু আমাদের? ওরা তাহলে কী করবে? নিয়মে এবার বাঁধবো ওদের। যারা কুড়ে কুড়ে খাচ্ছে মোদের। অনেক হয়েছে নোংরামি। অনেক করেছ পাপ?"
এখানেই শেষ না। প্রশ্ন জারি রাখলেন তিনি। মেয়েদের দিকেই তোলা হয় আঙুল। মেয়েদের ধর্ষনের পর তাঁর পোশাক এবং তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়। শুধু তাই নয়, শুভশ্রী আরও জানতে চাইলেন... "তাই তো ফেসবুক জুড়ে পোস্টের এত বন্যা, আমরা না কি পতিতা! আমরা নাকি নষ্টা! দেখ তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ!"
শুভশ্রী এই কবিতা যেই পোস্ট করলেন, ওমনি ধেয়ে এল কটাক্ষ। রাজ চক্রবর্তীর স্ত্রী, যিনি সরকারের বেশিরভাগ অনুষ্ঠানে হাজির থাকেন, তিনি এসব বলছেন, কারওর অসুবিধা হচ্ছে না? কেউ কেউ তো মন্তব্যে এমনও বললেন.. ' দিদির থেকে অনুমতি নিয়েছিলেন এসব করার আগে?' আবার কেউ বললেন, 'আপনার স্বামী কি তাহলে পদত্যাগ করছেন?' আবার কেউ বললেন, 'তৃণমূল বিধায়ক রাজের এই প্রসঙ্গে কী বক্তব্য?'