/indian-express-bangla/media/media_files/2025/03/19/X5fV01G1SMNK6wJy00ql.jpg)
Subhahsree-Tollywood: কী বলছেন শুভশ্রীকে দেখে বাকিরা? Photograph: (Instagram)
Subhashree Ganguly Performs Dustu Kokil: বাংলায় অনুষ্ঠিত হয়েছে Filmfare... আর সেখানে পারফর্ম করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর দুই ছেলে মেয়েকে নিয়েই সেখানে ফাইনাল রিহার্সাল করতে গিয়েছিলেন তিনি। একদিকে, ইউভান যেমন সেখানে মায়ের প্র্যাকটিস দেখতে ব্যস্ত ছিল সেখানে ইয়ালিনি...মায়ের কোলে বসে, বলা উচিত কোলে উঠতে নাচতে দেখা গেল তাঁকে।
শুভশ্রী গাঙ্গুলি বর্তমানে, নাচের একটি অনুষ্ঠানে বিচারকের আসনে বসেছেন। তাই নাচের সঙ্গে তাঁর আলাদাই প্রেম, একথা কারওর অজানা নয়। ছোট থেকেই তিনি নাচের জন্য পাগল। নানা অনুষ্ঠানে একসময় ভাগ নিতেন। তবে, অনেকদিন পর তিনি আবারও পারফর্ম করেছেন। সেখানে তাঁর দুই সন্তানের সঙ্গে উপস্থিত ছিলেন স্বামী রাজ চক্রবর্তী নিজেও। কিন্তু, সেখানেই ছোটখাটো একটি সমালোচনার শিকার হয়েছেন তিনি।
শুভশ্রী স্টেজে প্র্যাকটিস করছেন। একটা সময় তো নিজের ছবির মালা রে গানে মেয়েকে কোলে নিয়ে তাঁকে নাচতে দেখা গেল। স্টেজ থেকে নেমে এসে তাঁকে কোলে নিয়ে নাচতে শুরু করেন তিনি। তবে, এখানেই শেষ না। রাজ কেন ট্রোল্ড হলেন অকারণে? কেন তাঁকে নিয়ে শুরু হল সমালোচনা? রাজ চক্রবর্তী বর্তমানে একদম ফ্যামিলি ম্যান হয়ে উঠেছেন। কিন্তু একটা সময় ইন্ডাস্ট্রির বুকে তাঁর বেশ কিছু সম্পর্কের কথা শোনা গিয়েছিল। তাঁর মধ্যে মিমি চক্রবর্তীর নাম উঠে আসে। আর এবার দেখা গেল, শুভশ্রী, মিমির গান দুষ্টু কোকিলে নাচছেন।
যে গানের জন্য মিমির বাংলাদেশে জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল, সেই গানেই নাচছেন রাজ ঘরণী। আর এই দৃশ্য ভাইরাল হতেই বেশিরভাগ তাঁকে ঠুকে বললেন, মিমি নাকি সবথেকে বেশি ভাল করেছেন। শুভশ্রী যখন প্র্যাকটিস করছেন ঠিক তখন রাজ এবং ইয়ালিনি মাকে দেখতে ব্যস্ত। কিন্তু, দর্শক? তাঁদের তো মুখ বন্ধ করা সম্ভব না। তাঁরা হাসতে হাসতে বলছেন...
"মিমি এর থেকে অনেক ভাল করেছে।" আবার কেউ বললেন, "কী অবস্থা, প্রাক্তন প্রেমিকার গানে স্ত্রী নাচছেন, আর উনি দেখছেন।"। আবার কেউ বললেন, "এত গান থাকতে মিমির গানে নাচ করছেন উনি।" আবার কারওর কথায়, "রাজ দা, এক্সের গানে নিজের স্ত্রীকে নাচিয়ে দিলেন? এত সমস্যা কেন?" আবার কারওর কথায়, "রাজ দা যাই বলো না কেন এক্স এর গানে কিন্তু আলাদাই একটা ভাইব আছে!! তারউপর আবার বউ নাচছে যেখানে।" কেউ কেউ সোজাসুজি দাবি জানালেন, "প্রাক্তনের গানটাই সিলেক্ট করতে হল?"