Advertisment
Presenting Partner
Desktop GIF

Subhashree Ganguly: 'নোংরামি শুরু করে দিলেন?' রেহাই পেল না ১ বছরের মেয়েটাও, ইয়ালিনি বিকিনি পড়তেই মা শুভশ্রীকে ছিঃ ছিঃ!

Yalini wearing Bikini: মেয়েকে নিয়ে বছরের শেষে ফুকেত গিয়েছেন তিনি। খুদে ইয়ালিনি সমুদ্রের বিচে যদিও বা এই প্রথমবার নয়। এর আগেও দেখা গিয়েছে মেয়েকে নিয়ে জগন্নাথ ধামে গিয়েছিলেন রাজ এবং শুভশ্রী...

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
subhashree ganguly daughter yaalini

মেয়েকে হলুদ রঙের বিকিনি পরিয়েছিলেন শুভ, তাঁর পর যা শুনতে হল... Photograph: (Instagram)

 টলি তারকা থেকে শুরু করে তাঁদের পরিবার এবং বাকি সবাইকে যেমন নানা সমালোচনার মুখোমুখি হতে হয়, ঠিক তেমনই এবার ছোট্ট একটা বাচ্চা? তাঁর পোশাক নিয়েও এত কথা? এত সমালোচনা! একরত্তি মেয়েটাকেও জনগণের রোষানলে পড়তে হল?

Advertisment

প্রসঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এর মেয়ে ইয়ালিনি। মেয়েকে কিছুদিন আগেই সকলের সঙ্গে আলাপ করিয়ে দিলেন তিনি। পুঁচকে ইয়ালিনীকে দেখে মন ভরেছিল বেশিরভাগের। রাজ-কন্যাকে নিয়ে মিষ্টি মিষ্টি মন্তব্যও করেন তাঁরা। বিশেষ করে তাঁর জন্মদিনের দিন, মহা সমারোহে আয়োজিত জগন্নাথ পুজোয় ইয়ালিনীর গোলাপী ঘাগড়া পরিহিত সাজ সত্যিই দেখার মত ছিল। আর আজ...

মেয়েকে নিয়ে বছরের শেষে ফুকেত গিয়েছেন তিনি। খুদে ইয়ালিনি সমুদ্রের বিচে যদিও বা এই প্রথমবার নয়। এর আগেও দেখা গিয়েছে মেয়েকে নিয়ে জগন্নাথ ধামে গিয়েছিলেন রাজ এবং শুভশ্রী। কিন্তু, এবার ছোট্ট মানুষটির খেলাধুলা দেখে মন ভাল হয়ে যাবে। মাথায় ছোট্ট ঝুঁটি, পরনে হলুদ রঙের বিকিনি। বছর একের বাচ্চাটিকে যেমন মিষ্টি লাগছে তেমনই তাঁর উচ্ছ্বাস এবং আনন্দ মুগ্ধ করেছে অনেককে।

সবথেকে হাস্যকর এটাই, যে শুভশ্রী কন্যা বিকিনি যেমন পড়েছেন তেমন তাঁর ন্যাপী উঁকি দিচ্ছে। সঙ্গে গোটা গায়ে বালি। হাতে পায়ে বালি লাগিয়ে দিব্যি নিজের মতো খেলছে সে। কিন্তু, তাঁর এই বিকিনি মোটেই ভাল চোখে দেখেননি অনেকেই। তাই এটুকু বাচ্চাটিকে হতে হল কটাক্ষের শিকার। বলা উচিত, তাঁর থেকেও বেশি তাঁর মা, শুভশ্রীর কান্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন বেশিরভাগ। কেউ বললেন..

Advertisment

"এত ছোট বাচ্চাকে এই ধরনের ড্রেস পরানো একদম ঠিক হয়নি। এসব নিজের প্রতি নিজে ঘিন্না হওয়া উচিত।" আবার কেউ বললেন, "ভালোই তো এখন থেকে ট্রেনিং দিচ্ছে এই সব পোষাক পরিয়ে। যাতে বড়ো হয়ে সমস্যা না হয়।" কেউ বললেন, "ছোট্ট থেকেই নোংরামি দিয়ে শুরু করলো তার জীবনের পথচলাটা।" বেশিরভাগ প্রশ্ন তুললেন শুভশ্রীর শিক্ষা নিয়ে। তাঁদের কথায়, "মায়ের শিক্ষা এমনই! এসব কেউ করে?" আবার প্রসঙ্গ উঠল ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে। তিনি তাঁর মেয়ে আরাধ্যাকে কীভাবে, কেমন পোশাকে আর কী শিক্ষায় মানুষ করেছেন, সেদিকে যাতে শুভশ্রী নজর দেন, সেকথাও জানালেন জনগণ।

কিন্তু অনেকে আবার দুই ভাইবোনের দুষ্টুমিতে বেশ প্রশংসা করেছেন। এটুকু বাচ্চার পোশাক তাঁদের কাছে কোনো দাবি রাখে না। বরং সে যে নিজের মতো করে আনন্দ করছে, এটাই আসল তাঁদের কাছে।

tollywood Subhashree Ganguly tollywood news Tollywood Actress
Advertisment