New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/subha.jpg)
মেয়েকে নিয়ে ঠিক কী কী বলছেন তিনি?
মেয়েকে নিয়ে ঠিক কী কী বলছেন তিনি?
ছেলে ইউভানকে হাসপাতাল থেকেই দেখিয়েছিলেন রাজ শুভশ্রী। কিন্তু মেয়ের বেলায় এত দেরি কেন? বলিউডের ক্ষেত্রে এই ঘটনা নতুন নয়। বিরাট অনুষ্কার পাশাপাশি, আলিয়া রণবীরও মেয়ে রাহাকে দেখাতে প্রায় এক বছর সময় নিয়েছিলেন। টলিউডে সেই একই পথে পা বাড়িয়েছেন রাজ এবং শুভশ্রী।
মেয়ের মাঝেমধ্যে ঝলক শেয়ার করল তাকে প্রকাশ্যে আনতে দেখা যায়নি শুভশ্রীকে। বরং মেয়ের জন্মের পরে নতুন ছবি বাবলি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। যদিও সেই খুদে একরত্তি এখন খুব একটা ছোট নয়। দাদার সঙ্গে মাঝেমধ্যে তাকে খুনসুটি করতে দেখা যায়। কখনও সে দাদাকে হামি খেয়ে দেয় আবার কখনো মায়ের বুকে মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে সে।
আর মাত্র কিছু মাস পরেই এক বছর হয়ে যাবে। ভাই বোনের মধ্যে মিল হওয়া খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু তাই বলে এত মিল যে মা তাকে সকলের সামনে দেখাতে ভয় পাবেন? মেয়েকে দেখাতে এত আপত্তি কিসের শুভশ্রীর? জানিয়ে দিয়েছেন আসল জবাব। ঠিক কি কারনে মেয়েকে এখনই দেখাতে চাইছেন না তিনি। শুভশ্রী সাক্ষাৎকারে জানিয়েছেন...
আরও পড়ুন - Raj Chakraborty: একরত্তি ছেলে-মেয়ের মধ্যে সম্পর্ক কেমন? ইউভান-ইয়ালিনীকে নিয়ে বড় কথা রাজের
আসলে ওদের একই রকম দেখতে। তিন বছর পর আমি জমজ বাচ্চা জন্ম দিয়েছি। আমার ছেলে এবং মেয়েকে অবিকল একই রকম দেখতে। আমরা অপেক্ষা করছি ওর কবে চুল বাড়বে। ইউভানের মত ইয়ালীনির চুল খুব কোকড়া। দাদার মুখ একদম বসানো। আমি যদি ছবি দেখাই লোকে ভাববে আমি আমার ছেলের ছবি আপলোড করেছি।
দুই ভাই বোনের মধ্যে বয়সের ফারাক নিতান্তই বেশি নয়। মাত্র তিন বছরের ছোট বড় তারা। এটা দুই সন্তানের মধ্যে যে ব্যালেন্স শুভশ্রী রক্ষা করছেন সেটি তারিফ করার মত। অভিনেতা ছেলে মেয়ের মনের অবস্থা বোঝার জন্য রীতিমত বই পড়ছেন। দাদা ইউভান বোনের খেয়াল রাখতেও খুব পারদর্শী। এবং দুই ভাই বোনের মধ্যে খুনসুটি চলছে দারুন।
রাজনীয় জানিয়েছিলেন একটা ছোট বেবি ডলের মত ওর খেলার পুতুল। ঠিক যেমন ভাবে বাচ্চারা ছোট বাচ্চাকে চটকায় ইউভান তার ব্যতিক্রম নয়।