Advertisment
Presenting Partner
Desktop GIF

'খেলা হবে' গানে 'হাইভোল্টেজ' মিছিল, শুভশ্রীর সঙ্গে মিছিল করে মনোনয়ন জমা রাজ চক্রবর্তীর

বুধবার অর্জুন গড়ের ক্রিজে তৃণমূলের 'খেলা হবে' গানে চড়ল পারদ। রাজের মিছিলে স্ত্রী শুভশ্রীর পাশাপাশি উপস্থিত শ্যালিকা অভিনেত্রী দেবশ্রীও।

author-image
IE Bangla Web Desk
New Update
raj

রাজের হয়ে প্রথমবার ভোটপ্রচারে নামলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আগামী ২২ এপ্রিল ভোটবাক্সে ভাগ্যগণনার পরীক্ষা। হাতে সময়ও কম। তাই এবার স্বামীর হয়ে নিজেই নেমে পড়লেন ভোটপ্রচারে।

Advertisment

বুধবার স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। মনোনয়ন ব়্যালিতেও চমক। এই প্রথম স্বামীর হয়ে ব্যারাকপুরের ক্রিজে নেমে ভোটপ্রার্থনা করলেন শুভশ্রী। টলিউডের দুই তারকা রাজ-শুভশ্রীকে দেখতে তখন রাস্তার দুপাশে জনতার ঢল। পরনে হলুদ শাড়ি। মুখে মাস্ক। রাজের হাত ধরেই হেঁটে চলেছেন মিছিলে। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। নেপথ্যে 'খেলা হবে' গান-স্লোগান। এককথায় বুধবার অর্জুন-গড়ের পিচে 'হাইভোল্টেজ' মিছিল করে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচী ছিল রীতিমতো নজরকাড়া। শুভশ্রীর পাশাপাশি রাজের মিছিলে উপস্থিত ছিলেন শ্যালিকা তথা অভিনেত্রী দেবশ্রীও।

এদিন ১২ নং পেট্রোল পাম্প থেকে পদযাত্রা করে ব্যারাকপুরে (Barrackpore) প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিতে যান রাজ চক্রবর্তী। মনোনয়ন দাখিলের আগে তৃণমূলের তারকা প্রার্থী জানান, "আমি রাজ চক্রবর্তী, ১০৮ ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী । আমি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের প্রত্যেকের প্রিয় দিদির কাছে কৃতজ্ঞ আমার ওপর আস্থা রাখার জন্য এবং আমায় মানুষের সেবার দায়িত্ব দেওয়ার জন্য। আজ আমি আমার মনোনয়নপত্র জমা দিতে চলেছি। আমি যদি আপনাদের দ্বারা নির্বাচিত হই, এই বিশেষ দিনে আমি রাজ চক্রবর্তী, কথা দিচ্ছি মানুষের জন্য কাজ করব। মানুষের পাশে থাকব এবং দিদির দেওয়া প্রত্যেকটি দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করব।"

প্রসঙ্গত ব্যারাকপুরের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই আদা-জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন রাজ চক্রবর্তী। অর্জুন সিং (Arjun Singh)-গড়ের পালে বিজেপির হাওয়া। ওদিকে, প্রতিপক্ষ বিজেপি (BJP) প্রার্থী চন্দ্রমণি শুক্লা। মাস খানেক আগেই যাঁর ছেলে খুন হয়েছেন। সেই ‘মণীশ শুক্লা হত্যাকাণ্ডে’র আবেগও ব্যারাকপুরের আসন জিততে পদ্ম শিবিরের হাতিয়ার হতে পারে। কিন্তু প্রথমবার বিধানসভা নির্বাচনী প্রার্থী হয়েও সম্মুখ সমরে নির্ভীক রাজ চক্রবর্তী। অর্জুন-গড়ের আসন জিততে একশো শতাংশ আত্মবিশ্বাসীও বটে! তাই সম্ভবত জয়ের বিষয়ে প্রায় নিশ্চিত হয়েই হালিশহর, কাঁচরাপাড়ার ‘ভূমিপুত্র’ ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে
রয়েছেন খোশ মেজাজে।

tmc Subhashree Ganguly Raj Chakraborty West Bengal Assembly Election 2021 Barrackpore
Advertisment