/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/subhashree-feature.jpg)
ফোটো- শুভশ্রীর ইনস্টাগ্রাম সৌজন্যে।
বিয়ের পর থেকে কোনও ছবি করেননি। সম্প্রতি একটি ছোট চরিত্র 'মলকার জান' হিসাবে দেখা গিয়েছে 'রসগোল্লা' ছবিতে। বিয়ের আগে শেষ অভিনীত ছবি হানিমুন। বিয়ের পরের মূহুর্ত এনজয় করছেন তিনি। কথা হচ্ছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে হাতে কি কোনও নতুন ছবির অফার এসেছে? শুভশ্রীর ইনস্টাগ্রামের ভিডিও তো সেই ইঙ্গিতই দিচ্ছে। ওয়ার্কআউট করতে বরাবরই ভালবাসেন তিনি। এদিন তারই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করলেন রাজ ঘরণী।
View this post on InstagramLet’s play with the bell #crossfit @rajivsculler
A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on
তবে এই প্রথমবার নয় আগেও নিজের ওয়ার্কআউটের ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী। মনে হচ্ছে বিয়ের পরের জীবনটা আনন্দের সঙ্গে কাটানোর আর একজন সঙ্গী জিমও।
View this post on InstagramNo pain no gain ... shut up n train????????????️♂️????????
A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on
আরও পড়ুন, ক্যামেরার সামনে ইমন চক্রবর্তী, এবার কারণটা অভিনয়
তবে শুভশ্রীর ইনস্টাগ্রামে ভক্তসংখ্যা মোটেই কম নয়। এই সময়ে তার ফলোয়ারের সংখ্যাটা তিনলাখ ছাড়িয়ে গিয়েছে। আর এই ওয়ার্কআউটের পোস্টে লাইক পড়েছে তেরো হাজারের বেশি। ভাবুন তাহলে। এদিকে রাজ চক্রবর্তী ব্যস্ত তার নতুন ছবি অ্যাডভেঞ্চার অফ জোজোর প্রচারে। ক্রিসমাসে ছোটদের জন্য এই উপহারটাই নিয়ে এসেছেন রাজ।