Advertisment

ভরপুর বাঙালি মেজাজে রাজবাড়িতে অনুষ্ঠিত হল রাজ শুভশ্রীর আইবুড়োভাত

সমস্ত বাঙালি আচার আচরণ মেনে বিয়ের আগের দিনে আইবুড়োভাত খেয়ে আলতা পড়লেন শুভশ্রী। রাজাবাড়ি তখন গমগম করছে শঙ্খধ্বনিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
shubasree ganguly wedding pic

বাঙালিয়ানায় আইবুড়ো ঘুচলো শুভশ্রীর

রাজ শুভশ্রীর বহু প্রতিক্ষিত বিয়ের সূচনা হল বৃহস্পতিবার বাওয়ালি রাজবাড়িতে। বাঙালি সমস্ত সাবেকি নিয়ম মেনে রাজকীয় মেজাজে বিয়ে করছেন এই টলিউড জুটি। বাঙালি বিয়েতে আজকাল বিয়ের আগের মেহেন্দি উৎসব পালন করা হয়ে থাকে, শুভশ্রীও সেই স্রোতে গা ভাসালেও বাদ পড়ল না সাবেকিয়ানায়। বাঙালি মতের সমস্ত আচার আচরণ মেনে বিয়ের আগের দিনে আইবুড়োভাত খেয়ে আলতা পরলেন শুভশ্রী। রাজাবাড়িতে সেসময় গমগম করছিল শঙ্খ ধ্বনি।

Advertisment

আরও পড়ুন :ধুমধাম বিয়ের পর জমকালো রিসেপশন সোনমের, মাতলেন বলি তারকারা

এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হবু কনে নিজেই। ভিডিওয় অনুযায়ী এদিন লাল ব্লাউজ, আটপৌরে করে পরা হলুদ শাড়ি , কানে পাশা, গলায় সিতা হার, ও হাতে কঙ্কন , একেবারে রাজবেশে বাওয়ালি রাজবাড়ির বারান্দায় পিঁড়িতে বসে আত্মীয়স্বজনদের পাশে সঙ্গে আলতা পরলেন টলি কনে। তুলি দিয়ে নয়, অতীত মেনে হাতদিয়েই আলতা পড়ানো হয়েছে তাঁকে। তাঁর পরেই পরিয়ে দেওয়া হয় পায়ের তোড়াও। রিল লাইফে তাঁকে  কোনের বেশে দর্শকেরা আগে দেখে ফেললেও, এদিনটা ছিল স্পেশাল। শুভশ্রী স্বয়ং জানিয়েছেন তাঁর বিয়েতে সাবেকি বাহারে সাজবেন তিনি। তাই এই বাঙালি কনেকে দেখার অপেক্ষা একটা ছিলই।

Subhasree Ganguly
Advertisment