শুভর চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী ও শারদীয়ার ভূমিকায় দেখা যাবে রাইমা সেনকে। এদিন বেশ ধুমধাম করেই ঘোষণা হয়ে গেল ছবির। উপস্থিত ছিলেন ছবি অন্যান্য কলাকুশলীরাও।
পুজো আসতে এখনও বেশ কিছুটা সময় আছে। কিন্তু শুভ শারদীয়া-র শুভেচ্ছাবার্তা যেন কানে আসছে এরমধ্যেই। কারণটা কিন্তু মা আসার আমেজ শুধু নয়, শুভ ও শারদীয়া আসছে ঢাকে কাঠি পড়ার আগেই। জি বাংলা অরিজিনাল নিয়ে আসছে নতুন ছবি 'শুভ শারদীয়া'। এই ছবির পরিচালকও নতুন। এর আগে অবশ্য কাজ করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের সহকারী পরিচালক হিসাবে। তিনি রাজদীপ ঘোষ।
Advertisment
শুভর চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী ও শারদীয়ার ভূমিকায় দেখা যাবে রাইমা সেনকে। এদিন বেশ ধুমধাম করেই ঘোষণা হয়ে গেল ছবির। উপস্থিত ছিলেন ছবি অন্যান্য কলাকুশলী অরিন্দম গাঙ্গুলি, লামা হালদার, খেয়ালী ঘোষ দস্তিদারও। জি বাংলা অরিজিনালে আগেও ছবি করেছেন ঋত্বিক। সাংবাদিকদের তিনি জানান, "ডিজিটালের যুগে তো প্রেমটাও টেকনির্ভর। তাই ছবিতে সেই জায়গাটা আনার চেষ্টা করা হয়েছে।"
রাইমার কথায়, "এটা ভীষণই মিষ্টি একটা ভালবাসার গল্প। ভালবাসা অন্ধ। আমি ছোটপর্দার জন্য ছবিটা করেছি কারণ যখন রাজদীপ গল্পটা নিয়ে আমার কাছে এসেছিল, প্লটটাই এত ভাল লেগেছিল যে না করার জায়গা ছিল না।"
আসলে শুভ ও শারদীয়ার গল্প এই ছবি। ছবি সৌজন্যে: অপেরা মুভিজ
আসলে শুভ ও শারদীয়ার গল্প এই ছবি। দুজনেরই বাড়ি থেকে বিয়ের তোড়জোড় শুরু হয়। সেকারণেই প্রোফাইল খোলা ম্যাট্রিমনি সাইটে। সেখানে এই দুজনেরই মিল হয় কিনা? হলেও সেটা কীভাবে, সেই চড়াই উতরাইটাই এই ছবির গল্প। প্রযোজকের চেয়ারে বসেছেন অপেরা মুভিজ। যার কর্ণধার সুপর্ণকান্তি করাতি। আগামী ১২ অক্টোবর জি বাংলা অরিজিনালসে মুক্তি পাবে 'শুভ শারদীয়া'।