Subrata Mukherjee Death: রাজনীতির বর্ণময় চরিত্র ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তবে দুঁদে রাজনীতিকের পাশাপাশি তিনি যে একজন দক্ষ অভিনেতাও ছিলেন, সে সম্পর্কে সম্ভবত অনেকেই অবগত নন। গোড়ার দিকে ধারাবাহিকেও অভিনয় করেছেন সুব্রত। তাও আবার সুচিত্রা-কন্যা মুনমুন সেনের (Moon Moon Sen) বিপরীতে। সুব্রত মুখোপাধ্যায়ের সেলুলয়েড জার্নিও ছিল বর্ণময়।
টলিউড প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায়, অর্থাৎ সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামীর প্রযোজনা সংস্থার প্রথম হিরো ছিলেন সুব্রত। হিরো-ই বটে! কারণ, যুবক বয়সে তাঁর শরীরের সুঠাম গড়ন, গায়ের রং আর হাসিতে কত তরুণীর বুকে যে কম্পন ধরিয়েছিলেন, তা বোধহয় কল্পনাতীত। আর সেই প্রেক্ষিতেই অভিনয়ের সুযোগও এসেছিল রাজনীতিকের দুয়ারে। না করেননি। আসলে ছিলেন বেজায় মজার মানুষ। আড্ডা-রসিকতা তে তাঁর জুড়ি মেলা ছিল ভার। যেমনটা নিজে খেতে ভালবাসতেন, আবার অপরকে খাইয়েও শান্তি পেতেন। এই তো মুনমুন সেনের সঙ্গে শুটের সময়কার এক ঘটনা। গল্ফ ক্লাবের সুইমিং পুলে শুটের সময় সেটের সবাইকে বিরিয়ানি খাইয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়।
<আরও পড়ুন: যিশুকে ভাইফোঁটা দিলেন কৌশিকী! হেসে গড়িয়ে পড়লেন কুমার শানু >
সে অবশ্য কয়েক দশক আগের কথা। দূরদর্শনের সিরিয়ালে অভিনয় করেছিলেন সুব্রতবাবু। সেই ধারাবাহিকের নাম 'চৌধুরী ফার্মাসিউটিক্যালস'। সুব্রতর বিপরীতে মুনমুন সেন। তখনকার ডাকসাইটে সুন্দরী। লাস্যময়ীর বিপরীতে কম যান না সুব্রতও। সেই সময়ে পুরোদমে রাজনীতি করছেন। তবে সিরিয়ালের প্রস্তাব আসতেই অভিনয় অভিজ্ঞতা অর্জন করার জন্য লুফে নেন সেই প্রস্তাব। কিন্তু, বেশিদিন চলেনি সেই ধারাবাহিক। মাত্র ১৪টি পর্বের পরই বন্ধ হয়ে যায় 'চৌধুরী ফার্মাসিউটিক্যালস'।
তবে মুনমুন-সুব্রত জুটি কিন্তু টেলিদর্শকদের মনে বেজায় প্রভাব ফেলেছিল। নজর কেড়েছিল তাঁদের রসায়ন। আর এই সুযোগে বলে রাখা ভাল, সুচিত্রা-কন্যার টেলিভিশন অভিনয় কেরিয়ারের প্রথম নায়ক-ই ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর বিপরীতে অভিনয় করেই টলিউডের শিকে ছিঁড়েছিলেন মুনমুন সেন। তবে এই সুব্রত-মুনমুন জুটির সুইমিং পুল দৃশ্য কিন্তু আজও চর্চিত। কয়েক দশক আগেও তাঁরা চিত্রনাট্যের খাতিরে সাহসী দৃশ্যে অভিনয় করতে আপত্তি করেননি। বৃহস্পতিবার রাতে দীপাবলির দিন সব অন্ধকার করে সেই রাজনীতিক-অভিনেতাই চলে গেলেন চিরঘুমের দেশে। শোকে কথা বলতে পারছেন না মুনমুন সেন। তবে আজ রবীন্দ্রসদনে গিয়ে শেষ দেখা দেখে আসলেন তাঁর প্রিয় 'সুব্রতদা'কে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন