Advertisment
Presenting Partner
Desktop GIF

Suchitra Sen-Raima Sen: অবিকল সুচিত্রা নাকি! 'দিদার মতো একটুও হল না…', রাইমা সেনকে নিয়ে চূড়ান্ত মশকরা…

সুচিত্রা হওয়ার বৃথা চেষ্টা করলেন না তো রাইমা...?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Suchitra sen and raima sen together

রাইমাকে নিয়ে হল সমালোচনা...

অবিকল নাকি সুচিত্রা সেন ( Suchitra Sen )? মহানায়িকার সঙ্গে তুলনা উঠল তাঁর নাতনির। যদিও, এই ঘটনা নতুন না। কিন্তু এবার তো সোজাসুজি তুলনা হতে দেখা গেল।

Advertisment

রাইমাকে ( Raima Sen ) প্রথম দিন থেকেই সুচিত্রার ছায়া হিসেবেই দেখা হত। তার কথা বলার ধরন কিংবা তাঁর চোখ-মহানায়িকার সবটাই পেয়েছেন রাইমা এমনটাই বলে থাকেন সকলে। যদিও, তাঁর অভিনয়ের তুলনা উঠলেও রাইমা আজ অবধি সেই নিয়ে বড়াই করেননি।

এদিকে, কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাইমার সাদাকালো ছবি। দিদার মতো একইরকম শারি-সাজ সেজে রাইমা তাক লাগালেন। দিদার মতো সেজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি। তাঁর লিগ্যাসি বজায় রাখতেই এমন সাজলেন রাইমা। সেই তাকানো, সেই অবিকল মুখের এক্সপ্রেশন- রাইমাকে দেখেই স্মৃতি তাজা হল অনেকের।

রাইমার এই ছবি গুলো যেন অবিকল সুচিত্রা সেন। এমনই বললেন অনেকে। কিন্তু, অনেকে আবার এসব মানতে নারাজ। আর যাই হোক, মহানায়িকার সঙ্গে তাঁর অবিকল মিল আছে, এমন হতে পারে, যেন ভাবতেই চান না ভক্তরা। কেউ বললেন, একটু মিল, অনেকটা মিল না। আবার কেউ বললেন, চাঁদের আলো আর টর্চের আলোর মধ্যে ফারাক বোঝেন? আবার কারওর কথায়, কখনই একরকম হওয়া সম্ভব না।

উল্লেখ্য, রাইমাকে মা কালী ছবিতে দেখা গিয়েছিল লিড ভূমিকায়। তাঁর আগে দ্যা ভ্যাকশিন ওয়ার ছবিতে দেখা যায় তাঁকে।

tollywood Suchitra Sen Raima Sen Entertainment News
Advertisment