Sudhir Dalvi: অত্যন্ত সংকটজনক 'সাঁই বাবা' খ্যাত অভিনেতা! বাড়ছে চিকিৎসার খরচ-ও

পরিবারের পক্ষ থেকে ভক্ত এবং সহকর্মীদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। বহু ভক্ত অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

পরিবারের পক্ষ থেকে ভক্ত এবং সহকর্মীদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। বহু ভক্ত অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sudheer

ভীষণ অসুস্থ তিনি...

Sudhir Dalvi: প্রবীণ অভিনেতা সুধীর ডালভি, যিনি পর্দায় সাই বাবার চরিত্রে অভিনয়ের মাধ্যমে, প্রজন্মের পর প্রজন্ম- সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন, বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ৮৬ বছর বয়সী এই অভিনেতা সেপসিসে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, সংক্রমণটি বেশ জটিল, এবং চিকিৎসার খরচও দ্রুত বাড়ছে।

Advertisment

প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই হাসপাতাল খরচ ১০ লক্ষ টাকা ছাড়িয়েছে, এবং চিকিৎসা চলতে থাকলে ১৫ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে ভক্ত এবং সহকর্মীদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। বহু ভক্ত অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। আর বলিউড থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে অন্যতম রণবীর কাপুরের বোন ঋদ্ধিমা কাপুর সাহনি।

ঋদ্ধিমা নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।” তিনি সুধীর ডালভির চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও করেন এবং সবাইকে সাহায্যের আহ্বান জানান। তবে, তাঁর এই উদ্যোগে এক ব্যবহারকারী মন্তব্য করেন- “আপনি যদি সাহায্য করে থাকেন, তবে সেটা প্রকাশ্যে কেন বলছেন?” এর জবাবে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে ঋদ্ধিমা বলেন, “জীবনের সবকিছু ‘অপটিক্স’-এর জন্য নয়- অভাবী কাউকে সাহায্য করা নিজে থেকেই এক আশীর্বাদ।”

Advertisment

সুধীর ডালভির কাজঃ

ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশনের জগতে সুধীর ডালভি এক অমূল্য নাম। ১৯৭৭ সালের ক্লাসিক “শিরডি কে সাইবাবা”-তে তাঁর অভিনীত, সাই বাবা চরিত্রটি আজও দর্শকদের মনে অমর। শান্ত, সহৃদয় এবং আত্মিক উপস্থিতি দিয়ে তিনি টেলিভিশনের এক প্রজন্মকে ছুঁয়ে গিয়েছিলেন।

তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে—

রামায়ণ (১৯৮৭)-এ ঋষি বশিষ্ঠের চরিত্রে অসাধারণ অভিনয়

জুনুন (১৯৭৮) ও চাঁদনী (১৯৮৯)-এর মতো জনপ্রিয় ছবি

সর্বশেষ দেখা গিয়েছিল এক্সকিউজ মি (২০০৩) / ওহ হুয়ে না হামারে (২০০৬)-এ

দেশজুড়ে ভক্তরা আজ প্রার্থনা করছেন, প্রিয় এই অভিনেতা দ্রুত সুস্থ হয়ে আবারও তাঁর মৃদু হাসিতে পর্দায় ফিরুন।

Bollywood Actor Entertainment News Today