টলিউডের অন্দরে কত ঘটনা ঘটে, সেই সম্পর্কে অনেকেই জানেন না। কিন্তু, অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় যে আরেক দাপুটে অভিনেত্রী বেণী বসুকে বিয়ে করেছিলেন, একথা অনেকেই জানেন না। আর, এবার নিজের প্রথম বিয়ে কেন ভেঙে গেল, সেকথা জানালেন শ্রীময়ীর অনিন্দ্য।
সুদীপ দ্বিতীয়বার যাকে বিয়ে করেছেন, তিনি বয়সে অনেকটাই তার থেকে ছোট। কিন্তু এই যে কথায় বলে না, মন আর পরিস্থিতি সঙ্গে থাকলে সবকিছুই সম্ভব হয়। আর এবার শুধু জানিয়েছেন তার প্রথম বিয়ে কেন ভেঙে গেল সেই প্রসঙ্গে। অভিনেতার কথা এখন মানুষ অনেক স্বাধীনচেতা হয়ে গেছে। সে কারণে আজকাল বিচ্ছেদের সংখ্যা বেশি।
বেণী বসু যিনি বাংলা ছবি এবং থিয়েটার জগতে, এক জনপ্রিয় নাম, তার সঙ্গে ঠিক কী কারণে পথচলা বন্ধ করেছিলেন সুদীপ? অভিনেতা বলেন....
"এখন তো মানুষ খুব স্বাধীনচেতা হয়ে গেছে। আগে অনেকেরই এরকম সুযোগ থাকত না। আমি না ছোটবেলা থেকে আমার বাবার মধ্যে খুব ঝগড়া দেখে বড় হয়েছি। খুব সামান্য কারণে মাকে দেখেছি দেয়ালে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলতে। বাবাকে দেখেছি বাবা খাবারের থালা ছুড়ে ফেলে দিচ্ছে। যদিও সেগুলো রোজ হতো না মাঝেমধ্যে ঝামেলা হতো। কিন্তু সেগুলো আবার ঠিক হয়েছে। মাকে কোনদিন এটা বলতে শুনিনি বাবাকে ছেড়ে চলে যাওয়ার কথা। হ্যাঁ একটা কারণ বাবার উপর মা নির্ভর করত। এখন আর সে নির্ভরতা জায়গাটা নেই।"
অভিনেতা এটাও জানান, তিনি আর বেনি কোনদিন চাননি তার মেয়ের উপর কোন রকম খারাপ প্রভাব পড়ুক। বাবা মায়ের অশান্তি এতটা চূড়ান্ত মাত্রায় যার যেখানে মেয়ে সাফার করবে, এটা তারা চাননি। অভিনেতা বলেন আমি আর বেণী এই কারণে আদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ একসময় যে ঝগড়া থেমে যেত, এখন সেটাই বাড়তে বাড়তে চূড়ান্ত হয়ে যায়। আর আমি চাইনি কোনো রকম খারাপ প্রভাব আমাদের মেয়ের ওপর পড়ুক। একটা সম্পর্কে কাদা ছোড়াছুড়ি হোক এটাও আমরা চাইনি। কারণ বেণী আমার মেয়ের মা। ওর প্রতি একটা শ্রদ্ধা এবং সম্মান আমার চিরকাল রয়েছে।"
যদিও বা প্রাক্তন স্ত্রী, এবং দাপটে অভিনেত্রী বেণী বসুকে নিয়ে কথা বলতে গিয়ে তার গর্ব হয়। বেণী নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে এভাবে এগিয়ে যাচ্ছে, সেটা দেখলেই সুদীপের যেন মন প্রান জুড়িয়ে যায়। অভিনেতা বললেন...
"ওর গুন দেখেই তো প্রেমে পড়েছিলাম। ভাবলেই খুব গর্ব হয় যে সেই গুঙ্গে কাজে লাগিয়ে ক্যারিয়ারের এক অদ্ভুত দিকে সে এগিয়ে যাচ্ছে। আমার সত্যি খুব গর্ব হয় যে আমার মেয়ের মতো জেনেটিকস রয়েছে। মেয়েকে ভীষণভাবে নিজের মত একা হাতে বড় করছে। আমি তো শুধুমাত্র অল্প সামান্য সাহায্য করেছি। ও সব একা হাতে করছে।"
উল্লেখ্য, সুদীপ মুখোপাধ্যায় বহু বছর সিলি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। থিয়েটারের পাশাপাশি, এরাও শত্রু সিরিয়াল দিয়ে জনপ্রিয়তা পান। কিছু বছর আগে, শ্রীময়ী ধারাবাহিকের অনিন্দ্য হিসেবেও যেমন কটাক্ষ শুনেছেন তেমনি প্রশংসাও পেয়েছেন।