সুদীপা চট্টোপাধ্যায় মানেই বিতর্ক আর সেটিকে ঘিরে জনগণের নানা মন্তব্য। কখনও ডেলিভারি বয়কে কটূক্তি, আবার কখনও তাঁর খাবার ধরণ দেখে মূর্ছা যাচ্ছেন বাঙালি।
তিনি জনপ্রিয়তা পেয়েছেন জি বাংলার রান্নাঘরের সূত্রে। রান্নার মধ্যেই সারাদিন থাকতেন। এমনকি তাঁর রান্নার প্রশংসা করেন অনেকেই। সেই মানুষ নাকি পান্তা ভাত কখনও খাননি! এও সম্ভব? বরানগর এলাকায় বড় হয়ে ওঠা, তারপরেও এজীবনে পান্তা ভাত খাননি? তারপর, আবার কাঁটা চামচ দিয়ে আলুসেদ্ধ মাখা, সুদীপার কথা শুনতেই চোখ কপালে বেশিরভাগের।
আরও পড়ুন < ‘হিজরা শব্দটা গালাগালি না…’, অত্যাচার থামছে না কেন? প্রশ্ন তুললেন ‘তালি’র সুস্মিতা সেন >
বাঙালি হয়েও, জীবনে আলুসেদ্ধ লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাওয়া তো দুর তিনি নাকি কলকাতায় না বসে, সেই খাবার খাচ্ছেন অসমের বুকে। তাঁর সঙ্গে রয়েছে কেটলি পিঠে। হাত দিয়ে পান্তা ভাত না খেয়ে কিনা এই অবস্থা..? বেজায় চটেছেন বাঙালি। কেউ কেউ তো এও বললেন, কেটলি পিঠে এখন মেলাতেও পাওয়া যায়। এটা নিয়ে বাড়াবাড়ি করার কী আছে?
আর রইল বাকি পান্তা ভাত! বাঙালির আবেগে জড়িয়ে রয়েছে এই পান্তা ভাত। সেই খাবার নিয়ে এত ন্যাকামো সুদীপা করলেন কী করে? একথাই বুঝতে পারলেন না বাংলার মানুষ। কেউ বললেন, আপনি কত বড়লোক। আবার কেউ বললেন, বাঙালির কলঙ্ক। আবার কেউ বললেন, বিশ্ব ন্যাকামির পুরস্কার আপনার পাওয়া উচিত।
যদিও, পরবর্তীতে এই নিয়ে মুখ খোলেননি সুদীপা। তবে, তাঁর খাবার খাওয়ার ধরন দেখে রীতিমতো অবাক বেশিরভাগ।