Sudipa Chatterjee: 'কোনও হিন্দু শুয়োরের মাংস খায় আদৌ?' প্রকাশ্যেই সুদীপাকে বয়কটের দাবি! তারপর যা হল...

Sudipa Chatterjee controversy: অভিনেত্রী এবং সঞ্চালিকার লাইভে এসে তাঁকে রীতিমতো আক্রমণ করা হল। অভিনেত্রী ফেসবুকের মাধ্যমে শাড়ি বিক্রি করেন। আর এমনিতেও তাঁকে শাড়ি বিক্রি করতে দেখে অনেকেই রেগে যান। কেউ কেউ এমনও বলেন, ওনার দরকার কী আছে? কিন্তু এবার তাঁর গো মাংস ভক্ষণ নিয়েই তাঁকে বয়কট করার কথা বলা হল।

Sudipa Chatterjee controversy: অভিনেত্রী এবং সঞ্চালিকার লাইভে এসে তাঁকে রীতিমতো আক্রমণ করা হল। অভিনেত্রী ফেসবুকের মাধ্যমে শাড়ি বিক্রি করেন। আর এমনিতেও তাঁকে শাড়ি বিক্রি করতে দেখে অনেকেই রেগে যান। কেউ কেউ এমনও বলেন, ওনার দরকার কী আছে? কিন্তু এবার তাঁর গো মাংস ভক্ষণ নিয়েই তাঁকে বয়কট করার কথা বলা হল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sudipa Chatterjee beef controversy, actress shared she didn't even know hindus eating pork tollywood news

Sudipa Chatterjee- কী বললেন সুদীপা?

সুদীপা বাংলদেশে গিয়ে গরুর মাংস রান্না করেছেন এবং নাকি খেয়েছেন ও পর্যন্ত। এই নিয়ে জল অনেকদূর গড়িয়েছে। কেউ কেউ এমনও বলেছেন তাঁকে জ্বালিয়ে দেবেন।

Advertisment

অভিনেত্রী যদিও বা পরবর্তী মুহূর্তে জানিয়েছেন, না তো তিনি রান্না করেছেন না তিনি খেয়েছেন। এমনকি এও বলেছেন, ছেলেকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন তিনি। কিন্তু, তাতে কিছুই হওয়ার নয়। বরং তাঁর প্রতি ক্ষোভ এবং আক্রোশ ক্রমশই বাড়ছে নেট জনতার। এখানেই শেষ না।

বরং, অভিনেত্রী এবং সঞ্চালিকার লাইভে এসে তাঁকে রীতিমতো আক্রমণ করা হল। অভিনেত্রী ফেসবুকের মাধ্যমে শাড়ি বিক্রি করেন। আর এমনিতেও তাঁকে শাড়ি বিক্রি করতে দেখে অনেকেই রেগে যান। কেউ কেউ এমনও বলেন, ওনার দরকার কী আছে? কিন্তু এবার তাঁর গো মাংস ভক্ষণ নিয়েই তাঁকে বয়কট করার কথা বলা হল।

Advertisment

আর সুদীপা একের পর এক উত্তর দিয়ে গেলেন। ফেসবুক লাইভে তাঁকে বয়কট করার কথা শুনতেই, অভিনেত্রী সোজা জানালেন, আমায় যদি বয়কট করতে হয় তাহলে এখানে এসে আমায় দেখছেন কেন? কী আশ্চর্য! আমায় দেখবেন আবার বয়কট পর্যন্ত করবেন। তাহলে ব্লক করে দিন। আমায় দেখবেন না। আর এরপর এল সেই ভয়ঙ্কর মন্তব্য।

যেদিন, থেকে তাঁর গো মাংস ভক্ষণের কথা প্রকাশ্যে এসেছে সেদিন থেকেই অনেকে বলে চলেছেন যে অভিনেত্রী যেন শুয়োরের মাংস রান্না করেন। আর এবারও সেরকম একটি মন্তব্য দেখা গেল। সঞ্চালিকা লাইভ চলাকালীন সোজা জিজ্ঞেস করলেন, কেন? এই সবাই শুয়োরের মাংস খাব জিজ্ঞেস করছেন কেন? হিন্দুরা কি সত্যিই শুয়োরের মাংস খান? আমি তো জানি না। এটা কি সত্যিই ঘটনা? আমি তো কোনও হিন্দুকে দেখিনি শুয়োরের মাংস খেতে!

যাই হোক, বচসা তুঙ্গে। এমনকি সঞ্চালিকাকে নিয়ে শুরু হয়েছে তোলপাড়।

tollywood Entertainment News Sudipa Chatterjee