তাকে যেতে দেওয়ার ইচ্ছে না থাকলেও উপায় কিছুই নাই। তাই তো, একবছরে পাঁচদিন শেষেই উমাকে আবারও চলে যেতে হয় কৈলাসে। ফের একবছরের অপেক্ষা। চট্টোপাধ্যায় বাড়িতেও উমা বিদায়ের আবেগঘন মুহূর্ত।
Advertisment
নিয়ম মেনেই সমস্ত কিছু করলেন সুদীপা চট্টোপাধ্যায়। মাকে বরণ করার সঙ্গে সঙ্গেই কনকাঞ্জলী এবং বিসর্জনে খামতি থাকল না। তবে, এবার অগ্নিদেবের জায়গায় আরেকজন রাশ ধরেছেন বাড়ির পুজোর। কিছুদিন আগেই জানা গিয়েছিল, অগ্নিদেব অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এবারের পুজোয়, তাঁর উপস্থিতি সেভাবে লক্ষ্য না করা গেলেও হাল ধরেছেন অন্য একজন।
সুদীপার ছেলে আদীদেব খুবই ছোট। বাড়ির পুজো সামলাতে এখনও সে যথেষ্ট খুদে। তাই তো, এবার অগ্নিদেবের জায়গা নিলেন বাড়ির বড় ছেলে। অগ্নিদেবের প্রথম পক্ষের সন্তান আকাশ বন্দোপাধ্যায় এবার কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর নিয়ম পালন করেছেন। কিন্তু পুজোর শেষে, সুদীপা এ কী কথা বললেন? বিজয়ার শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে বড় সন্তান আকাশের হয়ে লিখলেন...
Advertisment
"ভীষণ আনন্দিত আমরা। বাড়ির বড় ছেলে অপব্যায়ী এবং উড়নচণ্ডী। বাবার জায়গায় সমস্ত নিয়ম সে দায়িত্ব নিয়ে পালন করেছে। এতে অগ্নিদেব কিছুটা স্বস্তিও পেয়েছে।" বাড়ির বড় ছেলেকে অপব্যায়ী - উড়নচন্ডী বলছেন সুদীপা? জেনে বলছেন নাকি না জেনে?
সকলেই তাঁর এই মন্তব্যে বেশ স্তম্ভিত। এমনিতে, আকাশের সঙ্গে তাঁর খুব বন্ধুত্বের সম্পর্ক। তাঁর প্রেমিকাকেও খুব পছন্দ করেন সুদীপা। কিন্তু একি ধরনের কথা? বেশিরভাগ এমন বলছেন, "আপনার বড় ছেলে উড়নচণ্ডী আপনি সেটা ফলাও করে বলছেন?"