Sudipa Chatterjee: হিন্দু হয়েও বাংলাদেশে গরুর মাংস খেয়েছেন সুদীপা! 'যে যার ধর্মচারণা করছে…', জ্বালিয়ে দেওয়ার হুমকি সঞ্চালিকাকে
Sudipa Chatterjee controversy: অভিনেত্রী এবং সঞ্চালিকা বাংলাদেশে একটি বিখ্যাত কুকিং শোয়ে গিয়েছিলেন। কোরবানির ঈদ উপলক্ষেই সেটির আয়োজন করা হয়। সেখানেই ওপারের জনপ্রিয় অভিনেত্রী তারিন গরুর মাংসের একটি রান্না করেন। এবং তিনি বলে বসেন, আমি আপনার জন্য এবার রান্না করে দেখাবো গরুর মাংস। তারপরই তিনি শুধরে নেন। বলেন, দর্শকদের উদ্দেশ্যে রান্না করে দেখাবো।
কেউ নাকি পুরো বিষয়টা জানতেই চাইলেন না? সুদীপা চট্টোপাধ্যায়কে ঘিরে তোলপাড়! বাংলাদেশে গিয়েছিলেন সঞ্চালক। এপারের রান্না খাওয়ানোর উপলক্ষেই গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে গরুর মাংস নিয়ে নানা কথা বলা হল।
Advertisment
কী ঘটেছিল আসলে?
অভিনেত্রী এবং সঞ্চালিকা বাংলাদেশে একটি বিখ্যাত কুকিং শোয়ে গিয়েছিলেন। কোরবানির ঈদ উপলক্ষেই সেটির আয়োজন করা হয়। সেখানেই ওপারের জনপ্রিয় অভিনেত্রী তারিন গরুর মাংসের একটি রান্না করেন। এবং তিনি বলে বসেন, আমি আপনার জন্য এবার রান্না করে দেখাবো গরুর মাংস। তারপরই তিনি শুধরে নেন। বলেন, দর্শকদের উদ্দেশ্যে রান্না করে দেখাবো।
কিন্তু এরপরই শুরু হয় গন্ডগোল। ধর্মে হিন্দু সুদীপা! তিনি গরুর মাংস রান্না করেছেন এবং খেয়েছেন বলেই অভিযোগ সোশ্যাল মিডিয়ায়। আর এই প্রসঙ্গে অভিনেত্রী সংবাদমাধ্যমে প্রকাশ্যে জানান...
"মানুষের বিতর্ক জন্ম দেওয়া কাজ। আসলে কী ঘটেছে, সত্যিটা তারা জানেন না, জানতে চাইবেন না। না, আমি গরুর মাংস রান্না করেছি না আমি খেয়েছি। তাঁদের দেশে কোরবানির ঈদ উপলক্ষে একটি রান্নার অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। সেটা ওদের রীতির মধ্যে পড়ে। কারওর ধর্মীয় ভাবাবেগে হাত দেওয়া আমার শিক্ষার মধ্যে পরে না। আমি যেখানে নিজের ধর্মকে সম্মান করি সেখানে অন্যের ধর্মকে কিভাবে আঘাত করব? তারিন যখন বলেন যে উনি আমার জন্য গরুর মাংস রান্না করবেন, আমি কিন্তু চুপ ছিলাম, কোনও উত্তর দি নি।"
এখানেই শেষ না। অভিনেত্রীর পরিবারের ওপর হুমকি আসছে। ছেড়ে কথা বলা হচ্ছে না তাঁর ছেলেকে নিয়েও। তিনি বলেন, "আমার বাচ্চার জন্য ভয় লাগছে। বলছে বাড়ি থেকে বেরোলে জ্বালিয়ে দেবে। কী করে ওকে স্কুলে পাঠাব? আমি তো সেখানে ভারতকে রিপ্রেজেন্ট করতে গিয়েছিলাম। সেটা আমার কাছে গর্বের। সেখানে হিন্দু মুসলিম বিষয়টা আসে না। আমরাও তো এই দেশে সকলে একসঙ্গে বড় হয়েছি। যে যার ধর্ম রক্ষার কাজ করছে। আমায় তো, যিনি রান্না করছেন, উনি একবারও বলেননি যে এটা খেয়ে দেখ? সেই সম্মানটা উনি করেছেন আমায়। লোকজন যেভাবে যা বলছেন, সবটা ভুল। আমি জানি না আমি কী করব..."
উল্লেখ্য, এর আগেও তাঁকে সুইগি ডেলিভারি বয়কে নিয়ে নানা কথা শুনতে হয়। তখনও জন্ম নেয় বিতর্ক। এসব যেন তাঁর পিছু ছাড়ে না। আর এবার তো বাংলাদেশে গিয়েই ভুগলেন তিনি।