Advertisment
Presenting Partner
Desktop GIF

কোনও সাড়া শব্দ না পেতেই তড়িঘড়ি হাসপাতালে! কাছের মানুষের বিপদে ঘুম উড়েছে সুদীপার

চিন্তিত সুদীপা, প্রার্থনা করার কথা বললেন সঞ্চালিকা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sudipa Chatterjee mother died tollywood news

Sudipa chatterjee- শোকে পাথর সুদীপা

সুদীপা চট্টোপাধ্যায় এর পরিবারে ভয়ঙ্কর দুর্ঘটনা। ছেলে আদিদেবের সঙ্গে খেলতে খেলতেই বিপদে সঞ্চালিকার মা। হাসপাতালে ভর্তি করা হল তাঁকে।

Advertisment

ছেলে আদিদেব এখন খুবই ছোট। দিদার সঙ্গে খেলতে খেলতেই হঠাৎ বিপদ। স্ট্রোক হয়েছে অভিনেত্রীর মায়ের। কিন্তু প্রথমে বুঝতেই পারেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, মায়ের ম্যাসিভ স্ট্রোক হয়েছে। আপনারা প্রার্থনা করবেন। কিন্তু আসলে কি হয়েছিল?

অভিনেত্রী সঞ্চালিকা সংবাদমাধ্যমে জানালেন, রবিবার বেলা গড়াতেই ঘটেছে এই ঘটনা। নাতি দিদা মিলে একসঙ্গে খেলা করছিল। দুজনের মধ্যে হাসি মজা চলছিল। আমি, হঠাৎ করেই দেখছি কোনও আওয়াজ নেই। সাড়া শব্দ না পেয়ে আমি যেই গেলাম দেখতে যে কী হয়েছে, দেখছি মা মেঝেতে উল্টে পড়ে আছেন। মুখ দিয়ে সাদা কিসব পড়ছে। আমার আর বুঝতে বাকি থাকেনি। এক মুহুর্ত দেরি না করে মাকে হাসপাতালে নিয়ে আসি।

আরও পড়ুন - স্টেজে গাইছেন বর নিক জোনাস, উল্টোদিকে কেঁদে ভাসাচ্ছেন প্রিয়াঙ্কা!

সুদীপার জীবনে, তাঁর মায়ের ভূমিকা অনন্য। তাই, তাঁর শরীর খারাপ হতেই ভীষণ ভেঙে পড়েছেন তিনি। এখানেই শেষ না। আরও জানিয়েছেন, মায়ের কিছু হলে ঠিক থাকে না মন। বিশেষ করে, ছেলে আদি খুব ভয় পেয়েছেন এই ঘটনায়। মাকে নাকি এমনও বলেছিলেন, দিদু আমার ওপর রাগ করেছে বলেই আর কথা বলছে না।।

tollywood bollywood Sudipa Chatterjee Entertainment News
Advertisment