/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/sudipta.jpg)
সুদীপ্তার বিবাহিত জীবন
কিছুদিন আগেই তাঁর বিয়ে হয়েছে। অভিনেত্রী সুদীপ্তা বন্দোপাধ্যায় নিজের ব্যক্তিগত জীবনে যতটা না সময় দিয়েছেন তাঁর থেকে বেশি শুটিং ফ্লোরে তাঁর আনাগোনা। বিয়ের পরও হতে গুনে দেড় মাস। তারপরেই আবার নতুন সিরিয়াল শ্যামা।
তথাকথিত, রাজনৈতিক পরিবারে তাঁর বিয়ে। শুধু তাই নয়, বিয়ের পর, অনেককিছুই কি পাল্টেছে তাঁর জীবনে। স্বামী, শ্বশুরবাড়ি.. কাছের মানুষের তালিকায় নতুন কিছু মানুষের যোগ হওয়াটাও নিতান্তই ছোট ঘটনা নয়। তারপরে, আবার সে যখন অভিনেত্রী। তাঁর জীবনে কতোটা বদল এল? নতুন সিরিয়াল শুরু করার আগেই তিনি জানালেন...
বিয়ের পর তাঁর জীবনে বিরাট একটা বদল এসেছে। রাজনৈতিক পরিবারে বিয়ে হওয়ার দরুন, কিছুটা তো বুঝতে অসুবিধা হয়ই। সংসারের হাল ঠিক কেমন? সারাদিন প্রায় শুটিং উপলক্ষে বাইরে থাকেন, দায়িত্ব? কর্তব্য? সবটা কেমন ভাবে সামলে নিয়েছেন তিনি? এপ্রসঙ্গে সুদীপ্তা বলেন..
আরও পড়ুন - এককালে জিৎ-দেব ছিলেন সহ অভিনেতা, কাজের অভাবে বাংলাদেশের ফ্লপ-হিরোই ভরসা সায়ন্তিকার?
"কমিটমেন্ট জিনিসটা খুব অন্যরকম। বিয়ের পরে যে একটা মেয়ের জীবন পাল্টে যায় সেটা সত্যিই অনুভব করলাম। দায়িত্ব এসব গুলি মারো। সেটা তো অনেক পরের ব্যাপার। দায়িত্ব দিলে তো তুমি দায়িত্ব পাবে। কমিটেড হওয়ার বিষয়টা বেশ অন্যরকম। এটা এখন খুব ভাল বুঝতে পারছি।" এখনও কি তবে দায়িত্ব নেননি নাকি দায়িত্ব পাননি? অভিজ্ঞতা বলেও কিছু হয়। তার নিজের কেরিয়ার রয়েছে। সবটা সামলে উঠতে গিয়েই সংসারে এখনও বেশ অনভিজ্ঞ সুদীপ্তা। কারণ, সাফ বললেন...
রান্না বান্না কিংবা সংসারের কাজ কোনোটাই আমায় এখনও করতে হয় না। আমার শাশুড়ি মা সবকিছু নিজে হাতে সামলান। উনি মাথায় করে রেখেছেন সংসারটা। আমার পরিবারে, অনেকেই আছেন। তারা সবটাই দেখে নেন। প্রসঙ্গত, তৃণমূলের পরিচিত নাম স্মিতা বক্সির ছেলে সৌম্য বক্সীর সঙ্গেই তাঁর বিয়ে হয়। একদিকে, সে যেমন রাজনীতিতে ব্যস্ত, সুদীপ্তা নতুন শুটিং ফ্লোরে ব্যস্ত।