Advertisment
Presenting Partner
Desktop GIF

Sudipta Chakraborty: অরন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা, কাদের কাছে স্বার্থত্যাগ করার অনুরোধ করলেন সুদিপ্তা?

Sudipta asked a favour: আগামীকাল রবিবার, একবেলা অরন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আর এই মহৎ আহ্বানে সেসব মানুষ যারা রান্নাবান্না করে জীবিকা নির্বাহ করেন, তাঁদের পাশে থাকার অনুরোধ করেছেন, সুদিপ্তা...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sudipta - food delivery

Sudipta Asked a favor: কী অনুরোধ করলেন অভিনেত্রী?

পুজো মিটলেও দাবি এখনও অধরা। চিকিৎসকরা নিজেদের দাবি পূরণে এবং বিচারের আশায় অনশনরত। রাজ্য জুড়ে উৎসবের আমেজেও যেন মন খারাপ সকলের। আন্দোলনরত চিকিৎসকদের সুস্থতা কামনায় পুজোর দিন তাঁদের উদ্দেশ্যে প্রার্থনা করেছেন রাজ্যবাসী।

Advertisment

আগামীকাল রবিবার, একবেলা অরন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আর এই মহৎ আহ্বানে সেসব মানুষ যারা রান্নাবান্না করে জীবিকা নির্বাহ করেন, বা ক্লাউড কিচেন চালান, তাঁদের পাশে থাকার অনুরোধ করেছেন, সুদিপ্তা চক্রবর্তী। অভিনেত্রী প্রথম দিন থেকেই রাজ্যে হয়ে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে আওয়াজ তুলেছেন। শুধু তাই নয়, সবসময় পাশে থেকেছেন তাঁদের।

অভিনেত্রী নিজে যেমন কড়া মন্তব্য করেছেন সিস্টেমের বিরুদ্ধে, তেমনই একজন কন্যা সন্তানের মা হিসেবে তিনি বারবার আশঙ্কাও করেছেন নানা কিছুর বিরুদ্ধে। তাই আগামীকালের জন্য সুদিপ্তা অনুরোধ করেই সমাজ মাধ্যমে লিখছেন... 

"রবিবার একবেলা অরন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আমার ফ্রেন্ডলিষ্টে থাকা রেস্তোরাঁ মালিকরা, ক্লাউড কিচেন মালিকরা, রান্না করে খাবারের হোম ডেলিভারি করেন যাঁরা, ফাস্ট ফুড সেন্টার চালান যাঁরা, কী ভাবছেন এটা নিয়ে?" অভিনেত্রী তাঁদের সঙ্গে সহমর্মিতা জানিয়ে যে ব্যবসায় ক্ষতি হবে, এমন আশঙ্কাও করলেন। তিনি আরও লিখছেন... 

রবিবার একবেলা অরন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আমার ফ্রেন্ডলিষ্টে থাকা রেস্তোরাঁ মালিকরা, ক্লাউড কিচেন মালিকরা,...

Posted by Sudipta Chakraborty on Friday, October 11, 2024

"ব্যবসার ক্ষতি হবে নিঃসন্দেহে। তবে স্বেচ্ছায় যোগ দিলে সে ক্ষতি গায়ে লাগবে না নিশ্চয়ই। এটুকু স্বার্থত্যাগ কি করা যায় না?" একদিন ব্যবসা বন্ধ মানে অনেকের কাছে যথেষ্ট ক্ষতি। অভিনেত্রী সেদিকটা বুঝেই অনুরোধ করলেন। যদিও বা অনেকেই তাঁকে সহমত জানিয়েছেন। বেশিরভাগের কথায়, তাঁরা পাশে আছেন, তাঁরা কেউ বলছেন, এইটুকু ত্যাগ নিশ্চই করবো। আবার কারওর কথায়, "এইটুকু তো আমরা করতেই পারি নিজেদের স্বার্থে ই ওদের লড়াই তো আমাদের জন্যই।" 

 আবার অনেকেই মানসিকভাবে পাশে থাকলেও, রান্না বন্ধ করতে পারবেন না, এমনটাই জানিয়েছেন। কেউ বলছেন, মুশকিল অনেক দিক থেকে..আমি পার্সোনালি সঙ্গে আছি,কিন্তু একটু ভেবে দেখুন।এটা অসম্ভব। আবার কেউ বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়েই বললেন... "রেস্তোরাঁ মালিকরা করতেই পারেন। হোম ডেলিভারি চাপ কারণ আমার পরিচিত অনেক বয়স্ক পরিবার এখন হোম ডেলিভারি সার্ভিস এর মাধ্যমে ই সারাবছর খাবার নেন। এটা আর্থিক ক্ষতির ব্যাপার নয়, নির্ভরশীল মানুষদের অসহায়তার প্রশ্ন। আবার অনেকে আছে যারা এই মরশুমে বিভিন্ন গেট্টুর জন্য অলরেডি অর্ডার নিয়ে রেখেছে। অনুরোধ করি কী করে?" 

উল্লেখ্য, অভিনেত্রী নিজেও এই আন্দোলনে সরব হওয়ার কারণে বহু কথা শুনেছেন। নানা কটূক্তির শিকার হয়েছেন। তাঁকে ট্রোল করা হয়েছে, তাও তিনি থামেননি

Sudipta Chakraborty RG Kar Case Junior Doctors
Advertisment