Advertisment

Sudipta Chakraborty: ৯৫ এর বৃদ্ধা বিচার চাইতে নেমেছেন পথে, সুদীপ্তা কী বলছেন?

Sudipta Chakraborty on Protest: 'আপনি এখনও বাড়িতে বসে আছেন?' রাস্তায় নেমে প্রতিবাদ করছিলেন এক ৯৫ বছরের বয়সের বৃদ্ধা। সুদীপ্তা যেন ভাষা খুঁজে পাচ্ছেন না কী বলবেন... অভিনেত্রী কুর্নিশ জানালেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sudipta chakraborty on RG kar

এক বৃদ্ধাকে দেখে কী বলছেন সুদীপ্তা?

 ৯৫ বছর বয়সে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এক বৃদ্ধা, আর আপনি কোথায়? আরজি কর কান্ডের আন্দোলনে সরব হয়েছেন, যোগ দিয়েছেন অনেকেই। সুদীপ্তা নিজেও, প্রথম দিন থেকেই সামিল হয়েছেন প্রতিবাদে। আর আজ তিনি অভিনেত্রী, সোজা এমন দৃশ্য দেখালেন যা বেশ চমকপ্রদ।

Advertisment

মেয়েদের হয়ে মেয়েরাই প্রতিবাদ করছে। তাঁরা রাস্তায় নামছে। তাঁর পাশপাশি, তারকারা রয়েছেন পায়ে পা মিলিয়ে। এমনকি এও দেখা যাচ্ছে, রাস্তায় অবস্থান বিক্ষোভে তাঁরা সামিল হয়েছেন। কিন্তু, অভিনেত্রী আজ যে ছবি দেখালেন, তাতে কুর্নিশ জানাতে হয় সকলকে। কেন?

অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে, এক বছর ৯৫ এর বৃদ্ধা তিনি সামিল হয়েছেন প্রতিবাদে। তাঁকে দেখা যাচ্ছে, সকলের সঙ্গে পা মেলালেন তিনি। সেই দৃশ্য দেখে কুর্নিশ জানাচ্ছে গোটা বাংলা। অভিনেত্রী যে পোস্ট শেয়ার করেছেন তাতে লেখা...

উনি ৯৫, উনি এসেছেন আজ মিছিলে হাঁটতে। আর আপনি? আজ তিলোত্তমার ১ মাস হলো, ওনার মেরুদণ্ড সোজা না থেকেও বহু মানুষের থেকে বেশী...

Posted by Santodeb Dutta on Sunday, September 8, 2024

"উনি ৯৫, উনি এসেছেন আজ মিছিলে হাঁটতে। আর আপনি? আজ তিলোত্তমার ১ মাস হলো, ওনার মেরুদণ্ড সোজা না থেকেও বহু মানুষের থেকে বেশী সোজা। যতক্ষণ বিচার হচ্ছেনা আসুন প্রতিশ্রুতি দিন শেষ অবধি লড়বেন, গান গাইবেন, মিছিলে হাঁটবেন, রাত জাগবেন, এক 'আলোয় মোরা' আগামীর জন্য।" অভিনেত্রী এই ভিডিওতে সহমত জানিয়েছেন।

তিনি এই ভিডিওতে সহমত জানাতেই ভালবাসা এবং একজোটের ইমোজি দিয়েছেন। অভিনেত্রী এই নিয়ে প্রথম না। আর আগেও নানা পোস্ট শেয়ার করেছেন। কোনোদিন সহমত, পোষণ করছেন আবার কোনোদিন নিজের মন্তব্য পোস্ট করছেন।

Sudipta Chakraborty tollywood news Tollywood Actress RG Kar Medical College RG Kar Case
Advertisment