মাধ্যমিক পরীক্ষা মানেই একটা ভয় একটা আতঙ্ক! আর রেজাল্টের দিন তো হরিনাম শুরু হয়ে যায় পরীক্ষার্থীর। কথায় বলে, পরীক্ষায় ভাল ফল করতে গেলে নাকি সমস্ত অন্যান্য চর্চার থেকে দূরে যেতে হয়। কিন্তু, সেকথাই যে ভুল যেন আবার প্রমাণিত হল।
Advertisment
দশম স্থানাধিকারী প্রাঞ্জল, যে আসলে আবৃত্তির বুলিতে বাঁধা, সে যে পরীক্ষার পাশাপাশি আবৃত্তি ক্লাসে যোগ দিয়েই এই সাফল্য পেয়েছে তাতেই খুশি সুদীপ্তা চক্রবর্তী। অভিনেত্রী, থিয়েটার, সিনেমা সবটাই একসঙ্গে সামলান। আর এবার তিনি সেই খুদের প্রশংসায় পঞ্চমুখ। পড়াশোনার পাশাপাশি আবৃত্তি প্রশিক্ষকের কাছে একদিনও সে কামাই করেনি। সেই পোস্ট নজর এড়াল না সুদীপ্তার।
অভিনেত্রী শিক্ষকের সেই আবেগঘন বার্তা নিজের ফেসবুকের দেওয়ালে ভাগ করে নিলেন। তাঁর সঙ্গে বাবা মায়েদের জন্য দিলেন দুর্দান্ত টিপস। তিনি লিখলেন.. "একদম সঠিক কথা সুমন্ত্র দা। বাবা মা রা বুঝলে হয়!!" কিন্তু নিজের মাধ্যমিক পরীক্ষার আগে যে কান্ড ঘটিয়েছিলেন, সেই স্মৃতিও তাঁর মনে এল। অভিনেত্রী স্মরণ করলেন আর জানালেন...
মাধ্যমিক পরীক্ষার আগেও তিনি থিয়েটার, অভিনয়, ক্যমেরার ছেড়ে দূরে থাকেননি। অভিনেত্রীর কথায়, আমি তো টেস্ট পরীক্ষা শুরুর আগের দিন শুটিং করছিলাম। আর মনে আছে, দিদিমনি দেখে ফেলেছিল, বাবাকে দিয়ে বকুনি খাওয়ালো। কিন্তু আমি পরীক্ষায় ভাল রেজাল্ট করেছিলাম। একটার জন্য যে আরেকটা ছাড়তে হবে, একথা তিনি একেবারেই বিশ্বাস করতে নারাজ।
কেরিয়ার, পড়াশোনা এবং পরবর্তীতে সংসার তথা সন্তান...ব্যালেন্স করলে আর পরিবারের ভালবাসা থাকলে যে সব সম্ভব! এমনটাই জানালেন তিনি।