Advertisment

Sudipta Chakraborty: 'সুইসাইড নোট লিখে...', টলিউডে হেনস্থার শিকার হেয়ার স্টাইলিস্ট! শেষ দেখে ছাড়ার সিদ্ধান্ত সুদীপ্তার..

Sudipta Chakraborty on actress Assault: অভিনেত্রী সাফ জানিয়েছেন, তাঁর হাত ধরেই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন সেই হেয়ার স্টাইলিস্ট। কিন্তু এভাবে তাঁর পরিণতি হবে, সেটা যেন কল্পনাও করতে পারেননি তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
sudipta chakraborty on RG kar

Sudipta On tollywood hairstylist : রেগে আগুন অভিনেত্রী, বলছেন...

 

Advertisment

ইন্ডাস্ট্রির বুকে ঘটে চলেছে লাগাতার যৌন নির্যাতনের ঘটনা। শুধু অভিনেত্রীরা না, বরং টেকনিশিয়ান থেকে মেকাপ আর্টিস্ট, সকলেই দিনের পর দিন ভুগছেন এই ঘটনায়। আর আজ তো! ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গিয়েছে সন্ধেবেলা। নিজেকে ক্ষমা করতে পারছেন না সুদীপ্তা চক্রবর্তী।

ইন্ডাস্ট্রির এক হেয়ার স্টাইলিস্ট, তাঁর সঙ্গে এমন হেনস্থা যে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবলেন সেই শিল্পী! অভিনেত্রী সুদীপ্তা তাঁর কথা শেয়ার করলেন। সন্ধেবেলা অভিনেত্রীর কাছে ফোন করে সাহায্য চেয়েছিলেন। কিন্তু, সময়মত উত্তর দিতে পারেননি। অভিনেত্রী লিখছেন...

"আমাদের ইন্ডাস্ট্রির কেশশজ্জা শিল্পী ( নাম গোপন রাখা হয়েছে ) আমার হাত ধরেই এই ইন্ডাস্ট্রি তে যার আসা, এই মুহূর্তে হাসপাতালের ইমারজেন্সিতে শুয়ে। সুইসাইড নোট লিখে রেখে গায়ে কেরোসিন তেল ঢেলে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। কোনরকমে ঠেকানো গেছে। ওকে বাঁচানো গেছে। চিকিৎসা চলছে।"

এমন এক ঘটনা তিনি শুনবেন, যেন ভাবতেও পারছেন না। আর সন্ধেবেলা ফোন ধরতে না পারার দুঃখ প্রকাশ করেছেন তিনি। তিনি আরও লিখছেন... "সন্ধ্যেবেলা মেসেজ করে আমার সাহায্য চেয়েছিল। ক্লাসে ছিলাম। সময়মত উত্তর দিতে পারিনি। নিজেকে ক্ষমা করতে পারছি না।" এমনকি তিনি এও কথা দিলেন, যে  এর শেষ দেখে ছাড়বেন। বললেন...

"কর্মক্ষেত্রে হেনস্থা কোন পর্যায়ে যেতে পারে, তার জ্বলন্ত উদাহরণ এই মুহূর্তে আমার চোখের সামনে। আমি এর শেষ দেখে ছাড়বো, কথা দিলাম।" উল্লেখ্য, আরজি করের ঘটনার পর থেকেই আন্দোলনে নেমেছিলেন সুদীপ্তা, বারবার ইন্ডাস্ট্রিতে হওয়া নারকীয় ঘটনার প্রতিবাদ করেছিলেন। আর আজ ফের চোখের সামনে এমন এক ঘটনা দেখলেন যে নিজেকে থামিয়ে রাখতে পারলেন না। 

সুত্রের খবর, দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে হয়ে আসছে অনাচার। হেয়ার ড্রেসার গিল্ড তাঁকে তিনমাসের জন্য সাসপেন্ড করে। এমনকি এও বলা হয়, গিল্ড যে কাজ দেবে সেটাই করতে পারবেন তিনি। বাইরে থেকে কাজ নিয়ে এলে পারবেন না। কিছুদিন আগেই একটি পূর্ণদৈরঘের ছবিতে কাজের সুযোগ পেয়েছিলেন। কিন্তু, একদিন আগে জানতে পারেন, সেখান থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছে। এরপরেই হতাশা গ্রাস করে তাঁকে। সুইসাইড নোটে দশজনের নাম রয়েছে বলেই সুত্রের খবর। 

 

tollywood Sudipta Chakraborty Tollywood Shooting tollywood news
Advertisment