এতবছর যেমন নিজের অভিনয়ের মাধ্যমে বহু মানুষকে তিনি মুগ্ধ করেছেন, বর্তমানে তিনি ব্যস্ত অভিনয় শেখানোয়। এছাড়াও নিজের ইনস্টিটিউশনে বহু মানুষকে অভিনয় জীবনের স্বপ্ন দেখিয়েছেন তিনি। সেরকমই বাংলার সবথেকে আলোচিত এক প্রজেক্টে তাঁর কতটা অবদান, সেকথা কেউ জানতেন?
সবসময়, একটি বড় সিনেমা কিংবা সিরিজের - রথী ও মহারথী কিংবা ফ্রন্ট ফুটে যারা থাকেন, তাঁদের নিয়েই আলোচনা হয়। কারণ, তাঁদের মাধ্যমেই সকলে সিনেমা কিংবা সিরিজের সঙ্গে পরিচিত হন। তবে, এদের নেপথ্যে আরও অনেক মানুষ থাকেন। যারা প্রতিদিন আকাশ পাতাল এক করে একটা প্রজেক্ট দাঁড় করান। আর খাঁকি দ্যা বেঙ্গল চ্যাপ্টার প্রজেক্টের জন্য সেই কাজ করেছেন সুদীপ্তা চক্রবর্তী। তাই তো, তিনি যখন ক্রেডিট লাইনে নিজের নাম দেখলেন, আবেগে ভেসে গেলেন।
দীর্ঘদিনের খাটুনির যে অন্তত একটা ক্রেডিট পেয়েছেন তিনি, এতেই সমাজ মাধ্যমে পোস্ট করলেন। অভিনেত্রী সাধুবাদ জানিয়েছেন খাঁকি টিমকে। তাঁরা যে পরিশ্রমের কথা একেবারেই ভোলেননি, তাঁর জন্যই খুশি তিনি। মুখ্য কাস্টিং এর দায়িত্বে ছিলেন অন্যরা। তবে, কলকাতা থেকে যে চরিত্র কাস্ট করা হয়েছে সে কাজেই যুক্ত ছিল তাঁর কোম্পানি। তিনি লিখছেন.. "আমি আনন্দে আত্মহারা, সুদীপ্তা চক্রবর্তী কাস্টিং কোম্পানির নাম খাঁকি সিরিজের ক্রেডিট লিস্টে দেখে। ৫ মাসের কঠোর পরিশ্রম, বাছাই করা, তারপর সেসব অভিনেতাদের ডিটেলস এবং ছবি পাঠানো। নির্দিষ্ট কিছু চরিত্রে প্রায় ৩০০ এর বেশি অভিনেতাদের ছবি বাছাই করা। এবং ২৫০ জনের মতো ওডিশন নেওয়া সহজ ছিল না। জাতীয় স্তরের পরিচালক এবং প্রযোজকদের প্রত্যাশা পূরণ নেহাতই সহজ না।"
এরপরই নিজের কাস্টিং কোম্পানি খোলার নেপথ্যের গল্প শোনালেন তিনি। এত বড় অভিনেত্রী, তাঁর কী সিদ্ধান্ত ছিল এর আড়ালে? আজ কি তবে একটু হলেও সফল তিনি? অভিনেত্রী লিখছেন, "দু'বছর আগে, যেদিন আমি কলকাতায় একটি পেশাদার কাস্টিং সংস্থা খোলার সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার স্বপ্ন এবং পরিকল্পনা ছিল বাংলার অবিশ্বাস্য প্রতিভাবান এবং দক্ষ অভিনেতাদের সঠিক জায়গায় নিয়ে আসার। কিন্তু আমি জানতাম না যে এত অল্প সময়ের মধ্যে, আমি প্ল্যাটফর্মগুলিতে এবং সেরা হিসাবে বিবেচিত প্রকল্পগুলিতে আমার সংস্থার নাম দেখতে পাব। সাবাশ দল। ধন্যবাদ টিম #Khakee। সমস্ত অভিনেতাদের আন্তরিক অভিনন্দন যারা তাদের সেরাটি দিয়েছে এবং এখন ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।"
উল্লেখ্য, সুদীপ্তা চক্রবর্তী টেলিভিশনের যেমন পরিচিত মুখ ছিলেন, ঠিক সেরকমই সিনেমার সঙ্গে সঙ্গে নাট্য মঞ্চেও দারুণ জনপ্রিয়। বর্তমানে, সঞ্চালনার কাজও তিনি দারুণ সামলাচ্ছেন।