সুদীপ্তা সৌম্যর বিয়ে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। অভিনেত্রীর বিয়েতে এলাহি আয়োজন। তবে, বৌভাতের দিন যেন স্বপ্নের মত সবকিছু। আইভরি রঙের পোশাকে সেজেছিলেন দুজনেই। এদিন, উপস্থিত ছিলেন অনেকেই। নতুন বউয়ের ওপর থেকে যেন নজর সরছিল না সৌম্যর।
দুজনেই এন্ট্রি নেন রাজকীয় ভাবে। ফুলের ডেকোরেশন থেকে আলোর রোশনাই, বাদ ছিল না কিছুই। রিসেপশনে তাক লাগিয়েছেন দুজনেই। ফুলসজ্জাতেও দারুণ মিষ্টি লাগছিল দুজনকে। নিয়ম পালনের সঙ্গে সঙ্গেই, দুজনে ধরা দিলেন ক্যমেরার সামনে। সে সময় মেয়ের বাড়ি থেকে আসা পোশাক, এবং শাড়িতেই সেজেছিলেন দুজনে। তাঁর সঙ্গে ফুলের গয়না তো রয়েছেই।
পরনে গোলাপী রঙের শাড়ি, আবার সৌম্যর পরণেও একই রঙের পাঞ্জাবি। গোটা ঘরে ফুলের সমারোহ, নতুন বউকে তাঁর মাঝে যেন আলাদাই সুন্দর লাগছে। দীর্ঘ তিন থেকে চার বছরের প্রেম, তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। সুদীপ্তা বিয়ের পর থেকেই যেন সকলের নয়নের মণি হয়ে উঠেছেন। সৌম্য এমনিও মিসেস বক্সি ছাড়া ডাকছেন না। স্ত্রী বলতে অজ্ঞান তিনি। সৌম্যর কথায়, “সুদীপ্তা শুধুই আমার। ওকে আমি কোনও কমপ্লিমেন্ট দিতে হলেও পার্সোনালি দি।”
অন্যদিকে, শ্বশুরবাড়িতে পা রাখার পর থেকেই আনন্দ এবং আহ্লাদের শেষ নেই। শাশুড়ি থেকে ননদ, সকলেই মাথায় তুলে রেখেছেন অভিনেত্রীকে। তাঁর কথায়, “মেয়েদের জীবনের এই দ্বিতীয় অধ্যায় যেমন হওয়া উচিত আমার ঠিক তেমনই হয়েছে। আর বলাই বাহুল্য, বক্সি বাড়ির সদস্য হতে পেরে আমি ধন্য”।
বিয়ের দিন সেজেছিলেন লাল রঙের বেনারসিতে। আদ্যোপান্ত বাঙালি সাবেক সাজে তাঁকে লাগছিল দারুণ। আবার রিসেপশনের দিন, গ্লিটার গাউনে স্বপ্নের পরীর থেকে কম কিছু লাগছিল না।