Advertisment

ইন্ডাস্ট্রির পরবর্তী করিনা হতে চলেছেন সুহানা! অগস্ত্যর চাঁচাছোলা মন্তব্যে মিলল ইঙ্গিত

একে অপরলের সিক্রেট ফাঁস করলেন, অমিতাভ নাতি যা যা বললেন সুহানাকে নিয়ে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Suhana agastya: newcomers bombed out each others secrets

সুহানা-অগস্ত্য

তারকা সন্তানদের ছোট থেকে পরিচয় যখন বড় হয়ে অন্যদিকে মোড় নেয় সেটাই তো নতুন আলোচনার শুরু করে। অন্তত, সুহানা খান এবং অগস্ত্য নন্দার বন্ধুত্ব ঠিক তাই। শাহরুখ কণ্যা এবং শ্বেতা পুত্র একসঙ্গে একই ছবিতে অভিনয় করতে চলেছেন। সেই সূত্রে আরও গাঢ় হল বন্ধুত্ব।

Advertisment

দ্যা আর্চিস ছবির কারণেই তারা প্রমোশনে ব্যস্ত। একসঙ্গে বারবার ধরা দিচ্ছেন তারা। এরমধ্যেই দুজনকে দুজনের স্বভাব প্রসঙ্গে বলতে দেওয়া হলে একবিন্দু মনে কোনও বাঁধা রাখলেন না। বরং যা এল সেটাই বলে দিলেন। দুই নব্য অভিনেতার একে অপরকে নিয়ে অভিযোগের শেষ নেই। অনেক ছোট থেকে দুজন দুজনকে চেনেন, আর সেকারণেই...

সুহানার প্রতি অগস্ত্য যা বললেন তাতে বেশ অবাক হতে হয়! কারণ? শাহরুখ কন্যা নাকি খুব বড় গসিপ কুইন। তাহলে কি করিনা কাপুরের জায়গা নিতে চলেছেন তিনি? অগস্ত্য প্রকাশ্যে বললেন, সুহানাকে কোনও সিক্রেট বলা যায় না। কারণ, তিনি সবার সঙ্গে বসে গসিপ করবেন। একথা কারওর অজানা নয় যে, করিনার কাছে কোনও খবর গেলে সেটি পাঁচকান হতে আর কেউ আটকাতে পারবে না। অন্যদিকে, সুহানার বক্তব্য, অগস্ত্য চার্মিং নন বরং তিনি অত্যধিক মুডি। যদিও একথা মানতে নারাজ অমিতাভের নাতি। তাঁর কথায়, সুহানার থেকে বড় মুডি আর কেউ না।

সুহানাকে ছোট থেকে চেনেন অগস্ত্য। তাঁর হাবভাব, আচরণ প্রসঙ্গে সবটাই জানেন। সুহানাকে হাসানো কতটা কঠিন এটাও জানেন তিনি। এমনকি এও জানেন, সে সহজে হাসতে পারে না। তাই নিয়েও চলল মজা।

যদিও, অনেকেই মনে করেন সুহানা এবং অগস্ত্য বাস্তবেও একে অপরের বেশ কাছে চলে এসেছেন। গোপনে মন দেওয়া নেওয়াও হয়েছে তাদের। কিন্তু, এই খবরে এখনও সিলমোহর লাগে নি।

agastya nanda suhana khan bollywood Entertainment News
Advertisment