Suhana-SRK: ভোটকেন্দ্রের বাইরে সুহানার অন্যরূপ, শাহরুখ কণ্যার কান্ড ভাইরাল..

Suhana Khan with SRK: বাবার সঙ্গে ভোটকেন্দ্রে সুহানা, সেখানেই আলোচনায় শীর্ষে তিনি...

Suhana Khan with SRK: বাবার সঙ্গে ভোটকেন্দ্রে সুহানা, সেখানেই আলোচনায় শীর্ষে তিনি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shah rukh khan, suhana khan, srk suhana, suhana khan news, loksabha elections, srk cast vote

Suhana-SRK: বাবার সঙ্গে ভোটকেন্দ্রে সুহানা

পঞ্চম পর্যায়ে বলিউডের বেশিরভাগই ভোট দিলেন। আজই মহারাষ্ট্রের নানা কেন্দ্রে ভোট দিতে দেখা গেল তারকাদের। খান পরিবারের সকলেই একসঙ্গে গিয়েছিলেন দায়িত্ব পালন করতে। 

Advertisment

আর সবাইকে নিজের মতো করে আগলে রাখলেন শাহরুখ খান খোদ। ছেলে এবং মেয়ের প্রতি তো বিশেষ খেয়াল রাখলেন তিনি। সকলকে একসঙ্গে নিয়েই শাহরুখ ভোট দিলেন। তাঁর সঙ্গে জারি ছিল সালাম - নমস্কারও। কিন্তু, এইদিন ভোটকেন্দ্রে সুহানা খানের কান্ড ভাইরাল। 

Advertisment

এই সুহানা যেন একেবারেই অচেনা। তাঁর সাজ পোশাক যেমন অন্য, তেমনই প্রাণ চঞ্চল শাহরুখ কন্যা নজর কেড়ে নিলেন সবার। নীল রঙ্গা কুর্তি, কপালে ছোট্ট টিপ - বেশ অন্যরকম দেখাচ্ছিল তাঁকে। শাহরুখ কণ্যার প্রশংসা করতে দেখা গেল নেটপাড়াকে। 

অভিনেত্রীর ব্যবহার অনেককেই মুগ্ধ অনেকেই। ভোটকেন্দ্রের বাইরে থাকা কর্মীদের সঙ্গে হাসিমুখেই মিশলেন তিনি। শুধু তাই নয়, তাদের সাহায্য পেয়েও সাধুবাদ জানালেন শাহরুখ কণ্যা। তাঁর এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাঁরা বেশিরভাগ বলছেন...

"সত্যিই সুহানা বেশ সুন্দরী।" আবার কেউ বললেন, "ভারতীয় পোশাকে সব মেয়েকেই সুন্দর লাগে।" আবার কারওর কথায়,  সুহানার ব্যবহারও ভাল। আবার কেউ বললেন, শাহরুখের মেয়ে যখন ভালই হবে।" 

bollywood Shah Rukh khan Entertainment News suhana khan