/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/suhana.jpg)
সুহানা-শাহরুখ
তিনি শাহরুখ কন্যা, সুহানা খানের বলিউডে পা রাখার সময়। জোয়া আখতারের দ্যা আর্চিস ছবিতে একঝাঁক স্টারকিডদের দেখা যেতে চলেছে। সেখানেই সুহানা খানের উপস্থিতি রয়েছে।
বর্তমানের বলিউড দীপাবলি পার্টিতে একসঙ্গেই তাঁরা হাজির হচ্ছেন। অমিতাভের নাতি অগস্ত্য হোক কিংবা বনি কাপুরের ছোট মেয়ে খুশি, তারকারা বেশ খুশি নতুন প্রজন্মদের একসঙ্গে দেখে। কিন্তু গতকাল ঘটছিল এক ঘটনা। শাহরুখ কন্যা হাজির হয়েছিলেন দীপাবলির অনুষ্ঠানে। আর সেখানেই...
পরনে গোল্ডেন শিমারি শাড়ি, হালকা সাজে নিজেকে মোহময়ী করে তুলছেন সুহানা। বেশ নজর কাড়ছেন সকলের। শুধু তাই নয়, তাঁর ব্যবহার কিন্তু দারুণ। গতকাল এক অনুষ্ঠানে এসেছিলেন নিজের ব্যক্তিগত গাড়ি করে। বসেছিলেন ফ্রন্ট সিটে। সেখানেই ভিড়ের চোটে যা হল তাতে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন সুহানা। কী হল হঠাৎ?
তিনি সহজে প্রতিক্রিয়া দেন না। নিজেকে শান্তই রাখেন। তাও, গতকাল তাঁর গাড়ির সামনে অত্যন্ত ভিড় দেখে একটু থমকে গিয়েছিলেন। একটা সময় সামনে মানুষ আছেন আন্দাজ না করতে পেরে গাড়ি এগিয়ে দিচ্ছিলেন ড্রাইভার। চিৎকারের চোটে তারপর গাড়ি থামলেও সুহানা মুহূর্তের জন্য চোখ বড় বড় করে ভয় পাওয়ার ইঙ্গিত দিলেন। আবার পরমুহুর্তে সামলে নিলেন সামনে ক্যামেরা দেখে।
যদিও, মানুষের নজরে নিজেদের জায়গা করে নেওয়া নিতান্তই নতুন কাজ না। তারপরেও অভিনেত্রী এবং কিং খানের কন্যা বেশ সাবলীল থাকতেই পছন্দ করেন। বাবার জন্মদিনেও তিনি দারুণ মন জয় করেছিলেন নিজের সাজ দিয়ে। এবার, অভিনয় দিয়ে পারেন কিনা সেটাই দেখার।