Shweta Bachchan On Suhana Khan: বচ্চন পরিবারের সঙ্গে খান পরিবারের নাম জড়িয়ে যাচ্ছে বারবার। শাহরুখ প্রিন্সেস সুহানা খানের সঙ্গে অমিতাভের নাতি অগস্ত্য নন্দার সম্পর্কের কানাঘুষো অনেকদিনের। ক্রিসমাসের মরশুমে পরিবারের সঙ্গে আলিবার্গের ফার্মহাউজে ছুটি কাটিয়েছেন কিং খান। সেই সময় সুহানার সঙ্গে দিল্লির গেটওয়ের সামনে দেখা যায় অমিতাভের নাতনি অগস্ত্য নন্দকে।
শাহরুখের আলিবাগের ফার্ম হাউজের দিকেই যেতে দেখা যায় তাঁদের। বিগ বি-র নাতি অগস্ত্য নন্দার ফ্যান পেজ থেকে চর্চিত লাভবার্ডসের বর্ষবরণের রাতে একসঙ্গে সময় কাটানোর বেশ কিছু মুহূর্ত শেয়ার করা হয়। ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এটে থাকলেও প্রেমচর্চা এখন বিনোদনের হট কেক।
এবার সুহানার ছবিতে বিশেষ মন্তব্য অগস্ত্যর মা শ্বেতা বচ্চনের। এই ঘটনা যেন সুহানা-অগস্ত্যর প্রেমচর্চাকে আরও খানিকটা উসকে দিল বই কী। ২০২৩-এ জোয়া আফতারের দ্যা আর্চিজে একসঙ্গে কাজও করেছেন দুজনে। এখন তো আবার মুম্বইয়ের রাস্তায় বা কোনও ইভেন্ট কিংবা ট্রিপে একসঙ্গে দেখা যায় শাহরুখ কন্যা ও অমিতাভের নাতিকে।
২৮ জানুয়ারি সুহানা খান তাঁর সোশ্যাল মিডিয়ায় ফটোশ্যুটের দুটি ছবি শেয়ার করেছেন। উজ্জ্বল সোনালী রঙের বডিকন ড্রেসের সঙ্গে হালকা মেকআপে মোহময়ী সুহানা। শাহরুখ কন্যার রূপে মুগ্ধ হয়ে শ্বেতা কমেন্ট করেছেন, 'তোমাকে গর্জাস লাগছে'। সঙ্গে হার্ট-আই ইমোজি। সুহানার কাছের বন্ধু নব্যা নভেলি নন্দা থেকে অনন্যা পাণ্ডে সুহানার লুকের তারিফ করেছেন।
তুতো বোন আলিয়া ছিব্বাও সুহানার ফটোশ্যুটের প্রশংসা করেছেন। এছাড়াও খুশি কাপুর, বাণী কাপুর, মালাইকা অরোরার মতো ফ্যাশেনিয়েস্তারাও সুহানার লেটেস্ট লুকের প্রশংসায় পঞ্চমুখ। শাহরুখের সঙ্গে আগামী ছবি 'কিং' -এ অভিনয় করছেন সুহানা খান। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অমিতাভ পুত্র অভিষেক বচ্চন। অগস্ত্যকে দেখা যাবে শ্রীরাম রাঘবনের নতুন ছবি 'ইক্কিস'।
প্রসঙ্গত, কখনও বিদেশের মাটিতে পার্টি মুডে সুহানা-অগস্ত্য তো কখনও আবার দিওয়ালিতে একসঙ্গে তারকা পরিবারের দুই সদস্যের রাত্রিযাপন। এছাড়াও রেস্তরাঁ, ক্যাফেতে একান্ত আলাপচারিতায় সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরবন্দি হন সুহানা-অগস্ত্য। চর্চিত প্রেমিকযুগলের আউটিংয়ের ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এবার এই চর্চিত প্রেমের গুঞ্জনে ঘৃতাহুতির কাজটা করেই দিলেন শ্বেতা। বচ্চন পরিবারেরই বউমা হচ্ছেন শাহরুখ তনয়া সুহানা?