Advertisment
Presenting Partner
Desktop GIF

Suhana Khan-Agastya Nanda: অগস্ত্যর জন্মদিনে সুহানার খুনসুটি, বচ্চন পরিবারের তরফে কোনও শুভেচ্ছা এল না?

Suhana wishes agastya: অগস্ত্য তাঁর প্রথম ছবি রিলিজের দিন ঐশ্বর্য থেকে অভিষেক সকলকে পাশে পেয়েছিলেন। আর সেই ছবিতেই সঙ্গে ছিলেন সুহানা খান। শাহরুখ কণ্যার সঙ্গে তাঁর বন্ধুত্ব এমনিও বেশ দারুন।

author-image
Anurupa Chakraborty
New Update
agastya birthday

Agastya Nanda Birthday: অগস্ত্যর জন্মদিনে সুহানা

সদ্যই একটি মাত্র ছবি দিয়ে বলিউডে পা রেখেছেন তিনি। অমিতাভের নাতি অগস্ত্য নন্দা এখন সিনেদুনিয়ার অন্যতম সদস্য। শুধু তাই নয়, বর্তমানে তাঁকে দেখা যেতে চলেছে অনেক নতুন ছবিতে। বলিউডের খ্যাতনামা পরিচালকদের সাইন করেছেন তিনি। অগস্ত্য যেদিন থেকে ইন্ডাস্ট্রিতে এসেছেন, সেদিন থেকেই নানা আলোচনা।

Advertisment

অমিতাভের নাতিকে নিয়ে অনেকেই বলে থাকেন তিনি নাকি দেখতে একেবারে অভিষেকের মতোই। মামার না ছেড়েছেন কিছু। তেমনই তাঁদের মধ্যে বন্ধুত্ব খুব বেশি। একটু খেয়াল করলে দেখা যাবে, অগস্ত্য তাঁর প্রথম ছবি রিলিজের দিন ঐশ্বর্য থেকে অভিষেক সকলকে পাশে পেয়েছিলেন। আর সেই ছবিতেই সঙ্গে ছিলেন সুহানা খান। শাহরুখ কণ্যার সঙ্গে তাঁর বন্ধুত্ব এমনিও বেশ দারুন।

দুজনে একসঙ্গে বলিউডে ডেবিউ করেছেন। সুহানা খান এবং অগস্ত্য দুজনে যে বন্ধুত্বের বাইরে অন্য সম্পর্কের দিকে নিজেদের এগিয়ে নিয়ে গিয়েছেন, এমন কথাও অনেকেই বলেন। যদিও বা শাহরুখ কন্যার সঙ্গে অগস্ত্যর বন্ধুত্ব অনেকদিনের। তাই তো দুজনে এই ছবি করতে গিয়ে এক অপরের প্রায় অনেকটাই কাছে চলে এসেছিলেন। নানা ভিডিও এবং মন্তব্য ভাইরাল হয়েছিল। আর আজ তো সুহানা নিজেও অগস্ত্যকে জন্মদিনের শুভেচ্ছা যেভাবে জানালেন...

আজ যখন বচ্চন পরিবারের তরফে সমাজ মাধ্যমে একটাই বার্থডে উইশ দেখা যায়নি অগস্ত্যর জন্য, তখন সুহানা এমন একটি ছবি সমাজ মাধ্যমে দেখালেন যাতে দুজনের খুনসুটি স্পষ্ট। অগস্ত্যর কান ধরে মুলে দিতে দেখা গেল সুহানাকে। সেই ছবি শেয়ার করেই অগস্ত্যকে শুভেচ্ছা জানালেন তিনি। এখন, প্রশ্ন উঠছে এমনই...

তাহলে কি তাঁরা প্রেম করছেন? দুজনের সম্পর্ক কি অন্যদিকে মোড় নিচ্ছে। যদিও এর আগেও এই প্রসঙ্গে উত্থাপন হয়েছিল। কিন্তু, দুজনেই নিশ্চুপ নিরবতা পালন করেছেন সম্পর্ক নিয়ে খোলসা করতে গিয়ে। একথা অনেকেই জানেন, আরিয়ানের সঙ্গে নভ্যা নন্দার বন্ধুত্ব নিয়েও বেশ চর্চা হত। যদিও সেসব এখন অতীত।

agastya nanda amitabh bachchan suhana khan Abhishek Bachchan
Advertisment