/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/suhani.jpg)
Aamir Khan screen daughter suhani- প্রয়াত সুহানি
Suhani Bhatnagar Death: অভিনয় করেছিলেন আমিরের ( Aamir Khan ) মেয়ের ভূমিকায়। আর আজ মাত্র এই বয়সে না ফেরার দেশে অভিনেত্রী সুহানি ভাটনগর ( Suhani Bhatnagar )। কী হয়েছিল তাঁর?
ববিতা ফোগাতের ( Babita Phogat ) ছোট বয়সের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। দঙ্গল ছবিতে আমিরের মেয়ের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। ১৯ বছর বয়সেই প্রয়াত অভিনেত্রী। কিন্তু ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তাঁর, তাও আবার এই বয়সে?
আরও পড়ুন - Kavita Chaudhary Death: ক্যানসার কেড়ে নিল প্রাণ, প্রয়াত উড়ান সিরিয়ালের অভিনেত্রী কবিতা চৌধুরী
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সুহানি। নিউ দিল্লির AIIMS এ চিকিৎসাধীন ছিলেন তিনি। ওষুধের প্রতিক্রিয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই প্রতিদিন লড়াই করছিলেন তিনি। শরীরে ফ্লুইড জমছিল লাগাতার। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে, শেষ রক্ষা হল না। অবশেষে না ফেরার দেশে বছর ১৯ এর অভিনেত্রী।
শনিবার সকালেই মৃত্যু হয় তাঁর। শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর ফরিদাবাদের অজরণ্ডা শ্মশানে। সুহানি 'দঙ্গল' ছবির প্রমোশন চলাকালীন নানা মুহূর্তের ছবি পোস্ট করতেন। সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় ছিলেন না। তাঁর অভিনয়ের পাশাপাশি তাঁর চেহারার প্রেমে পড়েছিলেন অনেকেই। এটুকু বয়সে মৃত্যু, যেন মেনে নেওয়া সম্ভব না।