Advertisment

কেন ছুঁচে সুতো পরাতে ব্যস্ত নেটিজেনরা?

আজই শহরে ছিল টিম সুই ধাগা, তবে ছবির কথা প্রকাশ্যে আসার পর থেকেই সুই ধাগার জ্বরে আক্রান্ত স্যোশাল সাইট। এবার ছবির  প্রোমোশনের জন্য অন্যরকম পথ বাছল টিম সুই ধাগা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছবি- দেবস্মিতা দাস

আজই শহরে এসেছে টিম সুই ধাগা, তবে ছবির কথা প্রকাশ্যে আসার পর থেকেই সুই ধাগার জ্বরে আক্রান্ত স্যোশাল সাইট। মিম থেকে শুরু করে বিভিন্ন চ্যালেঞ্জ। এবার ছবির প্রোমোশনের জন্য অন্যরকম পথ বাছল টিম সুই ধাগা। ছুঁচে সুতো পরানোর চ্যালেঞ্জ দেওয়া হল নেটিজেনকে। শুধু আম আদমিই নন, সেলেবরাও নাম লেখালেন সেই দলে। যদিও এ বিষয় ডাহা ফেল করলেন বলিউডের খিলাড়ি। হাজার চেষ্টা সত্ত্বেও ছুঁচে সুতো পরাতে পারেননি অক্ষয় কুমার। তবে স্যোশাল মিডিয়ায় প্রায় সকলেই নিয়েছেন এই চ্যালেঞ্জ। দেখুন তো, আপনিও কি রয়েছেন সেই তালিকায়?

Advertisment

Advertisment